Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শান্তির পথে হাটছে নবীগঞ্জ জনজীবনে স্বস্তি

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে দু’টি সিএনজি স্ট্যান্ডের বিরোধকে কেন্দ্র করে সংঘটিত সংঘাত-সংঘর্ষ, মাছ বাজারসহ দোকান পাটে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় অশান্ত নবীগঞ্জ শান্তির পথে হাটছে। পুলিশ প্রশাসনের কঠোর হস্তক্ষেপে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে। গতকাল সোমবার চরগাও ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সভায় কয়েকটি গ্রামের কয়েক হাজার লোক অংশগ্রহণ করেন। নবীগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী সেফু, হবিগঞ্জ জেলা জামায়াতের সহ-সভাপতি মাওলানা মোশাহিদ আলী প্রমুখ। সভার শুরুতে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান শালিসের মাধ্যমে বিষয়টি সুষ্ঠু সমাধানের আশ্বাস দিয়ে আগামী বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান চরগাঁও ও তিমিরপুর গ্রামের ১৫জন নেতৃত্বস্থানীয় লোকজনকে উপজেলা পরিষদে যাওয়ার আহবান করেন। প্রথমদিনের সংঘর্ষ থামাতে মিস ফায়ারের (অসাবধানতামূলক) কারণে গুলিবিদ্ধ হয়ে পুলিশ সদস্য খায়রুল ইসলাম আহত হন জানিয়ে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী এবিরোধটি মিমাংসার স্বার্থে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
এদিকে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ২০০/২৫০ জনকে আসামী করে পুলিশ এসল্ট মামলা দায়ের করেছে নবীগঞ্জ থানা পুলিশ। এর ভিত্তিতে এবং সহিংসতা এড়াতে পুলিশ সোমবার গভীর রাতে চরগাওঁ গ্রাম থেকে ৪ জন এবং রাজনগর গ্রাম থেকে ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের সোমবার সকালে জেল হাজতে প্রেরন করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন চরগাওঁ গ্রামের মৃত আব্দুল হেকিম চৌধুরীর ছেলে জালাল চৌধুরী (৪৯), আব্দুল মুকিত চৌধুরী (৫১), আফরোজ চৌধুরীর ছেলে আব্দুস ছালাম (৩৪), আব্দুস ছাত্তার (৩২), রাজনগর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে নজরুল ইসলাম (৪০), আব্দুল রহিমের ছেলে ফাহিম আহমদ (১৭)। অপর দিকে শান্তিপুর্ণভাবে চরগাওঁ গ্রামে অনুষ্ঠিত মিটিং শেষ হয়েছে। ফলে শহরে সাধারণ মানুষদের মনে শংকা দুর হয়ে স্বস্তির নিঃস্বাস ফিরে এসেছে। মানুষের জীবন মানের স্বাভাবিক যাত্রা ফিরে আসায় পুলিশ প্রশাসনের প্রশংসা করেছেন নবীগঞ্জ বাসী। এ দ্বারা অব্যাহত রাখতে প্রশাসনের প্রতি আহ্বান জানান এলাকাবাসী।