Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয় করণের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার ॥ দেশের ৪১৪৯টি বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয় করণের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল দুপুরে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে এ স্মারকলিপি পেশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক তোবাশ্বির চৌধুরী, সাংগঠনিক আব্দুল বাছির, বিবেকানন্দ দাশ, মাসুম প্রমূখ।
স্মারকলিপিতে উল্লেখ্য করা হয়, প্রাথমিক শিক্ষকদের আন্দোলনের মূখে প্রধামন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করে বাংলাদেশে কোন বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় থাকবে না। সেই মোতাবেক দুই দফা ২০১৩ সনের ৯ জুায়ারী ২৬১৯৩ টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়। তৃতীয় ধাপে ২০১৭ সনের ২৩ মার্চ আরো ৩০৩ টি বিদ্যালয়ের গ্যাজেট প্রকাশ করা হয়। দেশে ২৬১৯৩টি বিদ্যালয়ের বাহিরেও ইউ.এন.ডি.পি কর্তৃক ২১০ টি বিদ্যালয় জাতীয়করণ করা হয়। কিন্তু অদৃশ্য করণে প্রধানমন্ত্রী ঘোষিত ৪১৪৯টি প্রাথমিক বিদ্যালয় জাতীয় করণ থেকে বঞ্চিত হয়। যাচাই-বাছাইকৃত, যাচাই-বাছাই প্রক্রিয়াধীন, যাচাই-বাছাই অপেক্ষামান বিদ্যালয়গুলো জাতীয়করণের আওতায় এনে তাদের মুখে হাসি ফুটানোর জন্য প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন করা হয়।