Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে রাস্তাঘাটের বেহাল অবস্থা জনদুর্ভোগ চরমে ॥ দেখার কেউ নেই

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলা ব্যাপী চলাচলের রাস্তাঘাটের বেহাল অবস্থা জনদুর্ভোগ চরমে। এ যেন দেখার কেউ নেই। আর সাধারণ জনগনের দুর্ভোগে চোখ বুঝে আছেন জনপ্রতিনিধিরা। নেইকারো কোনো মাথা ব্যাথা, নবীগঞ্জ শহর সহ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে চলাচলের রাস্তা ভেঙ্গে গিয়ে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তার কার্পেটিং উঠে গিয়ে বৃষ্টির পানিজমে পুকুরে পরিণত হয়েছে। নবীগঞ্জের থানা পয়েন্ট থেকে কলেজ রোড প্রায় ৮ কিলোমিটার রাস্তার দীর্ঘদিনধরে বেহাল অবস্থা। শহরের প্রাণকেন্দ্র নতুন বাজার মোড় হইতে শেরপুর রোডের ২ কিলোমিটার, সোনারখনি শিবপাশা থেকে আইনগাও ৯ কিলোমিটার রাস্তা চলাচলে অনুপোযুগি হয়ে পড়েছে। এতে করে স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া ছাত্রছাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। রিক্সা বা টমটমে করে ওই রাস্তা একদিন চলাচল করলে যানবাহনের চাকা গর্তে পড়ে ঝাঁকুনিতে চলাফেরা কারনে রাতে ঘুম থেকে উঠার পর শরীরে প্রচন্ড ব্যাথা হয়। এ জন্য স্কুল, কলেজ, মাদরাসায় যেতে ইচ্ছে করেন না এমন মনোভাব জানিয়েছেন শতাদিক শিক্ষার্থীরা। রাস্তা ভেঙ্গে গর্তের সৃষ্টি হওয়ার কারনে মিনিবাস, সিএজি, টমটম, অটোরিক্সা, প্রাইভেটকার, অ্যাম্বুলেন্স, পন্য সামগ্রী বহনকারী যানবাহন চালক ও শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করেন। গাড়ি চালক ও শ্রমিকরা জানান, রাস্তার, বড় গর্তের ফলে গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে, ঝুকি নিয়ে গাড়ি চালানোর ফলে দুর্ঘটনার আশংকা থাকে। রাস্তা বেহাল অবস্থা সাধারণ মানুষের দুর্ভোগ জনপ্রতিনিগণের নীরব ভূমিকায় সুশীল সমাজ মনে করেন এর প্রভাব আগামী জাতীয় ও স্থানীয় নির্বাচনে পড়বে।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা প্রকৌশলি মোঃ শহিদুর রহমানের সাথে সরাসরি ও ফোনে বার, বার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরীর সাথে আলাপ করলে তিনি বলেন, সব কয়টি রাস্তায় কাজই প্রসেসিং এ আছে। সেপ্টেম্বর মাসের মধ্যে কাজ শুরু হবে। সাধারণ জনগণের কষ্টের কথা ভেবে ভাঙ্গা রাস্তা মেরামতের জন্য যথাযত কর্তৃপক্ষের কাছে নবীগঞ্জবাসীর দাবী আমি উপস্থাপন করেছি।