Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

থমথমে নবীগঞ্জ ॥ উত্তেজনা ॥ আতঙ্কে ব্যবসায়ীরা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকায় সিএনজি চালককে মারধর করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের জের ধরে নবীগঞ্জ শহরে কয়েকটি দোকানপাট ভাংচুর করা হয়েছে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। শহরে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও গন্যমান্য ব্যক্তিরা শালিসের জন্য আপ্রাণ চেষ্ঠা করে যাচ্ছেন। রাজাবাদ-আনমনু গ্রামের পক্ষ থেকে শালিসে সম্মতি দিলেও চরগাও-তিমিপুর গ্রামের পক্ষ থেকে গতকাল পর্যন্ত কোন সম্মতি প্রদান করা হয়নি। এতে অনেকেই বড়ধরনের সংঘর্ষের আশংকা করছেন। গতকাল রাতে র‌্যাবের একটি দল নবীগঞ্জ শহরে টহল দিয়েছে।
সূত্রে জানা যায়, নবীগঞ্জ শহরের শেরপুর রোডে গতকাল সন্ধ্যায় কয়েকটি দোকান ভাংচুর করা হয়। এ নিয়ে উভয় পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করে। উভয় পক্ষের লোকজন শহরের দুইপ্রান্তে অবস্থান নেয়। এতে শহরে ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে। লোকজন দোকানপাট বন্ধ করে ছুটোছুটি শুরু করে। সন্ধ্যার পর জনশুন্য নবীগঞ্জ শহরে বিরাজ করে শুনসান নিরবতা। গত দু’দিন ধরে নবীগঞ্জ শহরে এ অবস্থা বিরাজ করছে।
গতকাল শুক্রবার সকাল থেকেই থমথমে অবস্থা বিরাজ করছিল নবীগঞ্জ শহর। গুজব আর গুঞ্জনের গ্যাড়াকলে রাজাবাদ, রাজনগরসহ তিন গ্রাম ও চরগাওঁ, তিমিরপুরসহ তিন গ্রামের লোকদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। সন্ধ্যার দিকে উভয় পক্ষের লোকজন লাটিসুটা নিয়ে শহরমুখী হলে থানার ওসি এস এম আতাউর রহমানের নেতৃত্বে পুলিশের কটোর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
এদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী, সাবেক চেয়ারম্যান আঃ হাই, শ্রমিক নেতা এওর মিয়া, বিএনপির সেক্রেটারী মুজিবুর রহমান শেপুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত শালিস বোর্ড রাজাবাদ, রাজনগর, আনমনু, কানাইপুর ও নোয়াপাড়া গ্রামের মুরুব্বীয়ানদের শালিসের প্রস্তাব দিলে তারা সম্মতি জ্ঞাপন করেন। কিন্তু চরগাঁও ও তিমিরপুর গ্রামবাসী শালিসের প্রস্তাবে গতকাল পর্যন্ত সম্মতি না দেয়ায় আতংকে রয়েছেন শহরবাসী।