Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে আগস্ট মাসে শিশুসহ ৮ খুন

স্টাফ রিপোর্টার ॥ চলতি বছরের আগস্ট মাসে চুনারুঘাটে খুন হয়েছেন শিশুসহ ৮ জন। আর সেপ্টেম্বর মাসের প্রথম দিন খুন হয়েছেন ১ জন। গত বছর খানেক সময় ধরে চুনারুঘাটে খুন-খারাবির সংখ্যা অধিক হারে বেড়ে যায়। এলাকায় আধিপত্য ও জমি সংক্রান্ত বিরোধের কারনেই খুন গুলো সংঘটিত হয়। ২০১৭ সালের শেষ দিন পুলিশের গুলিতে পৌরসভার সাবেক কমিশনার ইউনুস মিয়ার মুত্যু নিয়ে চাঞ্চল্যের রেষ কাটতে না কাটতেই ১ লা জানুয়ারী চুনারুঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়াকে হাতুরী পেঠা করে খুন করা হয়। এ হত্যাকান্ড নিয়ে সাধারণ মানুষ কয়েক দফা মানববন্ধন, বিক্ষোভ করেছেন। চাঞ্চল্যকর ওই হত্যাকান্ডের রহস্য এখনো অন্ধকারে। ৯ আগস্ট প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে আহত হন চাকলাপুঞ্জি চা বাগানের বিজয় কান্দিনী নামের এক ব্যক্তি। ৩ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান তিনি। ১০ আগস্ট ফতেহপুর এলাকা থেকে অজ্ঞাত নামা বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। ১৫ আগস্ট চাকলাপুঞ্জি চা বাগানের মঙ্গল সাওতালের স্ত্রী বিসাকা সাওতাল ও খোকন মাস্টরের স্ত্রী মাটি চাপায় নিহত হন। ১৬ আগস্ট প্রতিপক্ষের হামলায় নিহত হন লাতুরগাঁও গ্রামের মতলিব মিয়ার পুত্র, ছাত্রলীগের সাবেক নেতা মহিবুল হোসেন (৩৫)। ১৪ আগস্ট ইকরতলী গ্রামের জামাল মিয়ার কন্যা ইভা (১২) ও একই গ্রামের সফিক মিয়ার কন্যা রিফা (১১) এর মরদেহ একটি পুকুর থেকে উদ্ধার করা হয়। ২৯ আগস্ট মিরাশি ইউনিয়নের বাঁশতলা থেকে নাঈম (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। ১ সেপ্টেম্বর পাহাড়ি আলীনগর গ্রামে আশ্বব আলীর পুত্র চুনু মিয়া (৩২) পিকলের আঘাতে খুন করে প্রতিপক্ষরা। এ ফাঁকে চুনারুঘাটে বেশ কয়েকটি ডাকাতি সংঘটিত হয়েছে। চুনারুঘাট পৌর শহরে বেশ কয়েকটি মোটর সাইকেল চুরি হয় এবং দোকানপাটে সিদেল চুরি সংঘটিত হয়েছে।