Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে দুর্ধর্ষ ডাকাতি ৮ লাখ টাকার মাল লুট

Exif_JPEG_420

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের মুছিকান্দি গ্রামের দলিল লিখক বিষু লাল রায়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ডাকাতির ঘটনাটি ঘটে।
ওই রাতে একদল ডাকাত দলিল লিখক বিষু লাল রায়ের বাড়িতে হানা দেয়। ডাকাতরা গ্রীল কেঁটে ও ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে পরিবারের লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় ডাকাতরা বিষু লাল রায়ের মাথায় কুপিয়ে গুরুতর আহত করে ও পরিবারের সদস্যদেরকে মারপিট করে গুরুতর জখম করে। পরে ডাকাতরা ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, ৩২ ইঞ্চি এলইডি টিভি, দামী মোবাইল সেটসহ ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়। ডাকাতরা পালিয়ে যাওয়ার পর বিষু লাল রায় ও তার পরিবারের লোকজনদের আর্তচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে থানায় খবর দেয়। খবর পেয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামানসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে আহতদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে বিষু লাল রায় বাদী হয়ে রতনপুর গ্রামের মৃত দিলীপ কুমার রায়ের পুত্র রিংকু রায় (৩০) ও রানীগাঁও ইউনিয়নের গাজীগঞ্জ গ্রামের মৃত গোপাল রায়ের পুত্র মান্না রায় (২৯) সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেন।
এ ঘটনার আহত বিষু লাল রায়ের সাথে হাসপাতালে আলাপ হলে তিনি বলেন, দীর্ঘদিন যাবত ধরে রিংকু রায়ের সাথে তাহার মামলা মোকদ্দমা সহ বিভিন্ন বিষয় নিয়া বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে রিংকু রায়সহ একদল ডাকাত বিষু লাল রায়ের বসতঘরের গ্রীল কেঁটে ও দরজা ভেঙ্গে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে বিষু লাল রায়ের মাথায় কুপিয়ে ও পরিবারের সদস্যদের মারপিট করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল সেট, এলইডি টিভি সহ সর্বমোট ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়।