Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে বর্নাঢ্য আয়োজনে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ পালিত

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বর্নাঢ্য আয়োজনে ‘অনির্বাণ আগামী’ শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বানিয়াচং জোনাল অফিসের আয়োজনে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ-২০১৮ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় স্থানীয় উপজেলা পরিষদ মাঠ থেকে বিশাল একটি র‌্যালী সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মাঠে এসে শেষ হয়। র‌্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) ছাব্বির আহমেদ আকুঞ্জি’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বানিয়াচং জোনাল অফিস এর ডিজিএম মোহাম্মদ আবু জাফর। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহমেদ, ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কাওছার শোকরানা। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ্ব ফরিদ উদ্দিন, পল্লী বিদ্যুৎ বানিয়াচং জোনাল অফিসের এজিএম কাজী রকিবুল ইসলাম প্রমুখ।
পল্লী বিদ্যুৎ বানিয়াচং জোনাল অফিস সূত্রে জানা যায়, ১৯৮২ থেকে ২০০৮ বিগত ২৭ বছরে গ্রাহক ছিল ১৪ হাজার ৯০ জন। ২০০৯ থেকে জুলাই ২০১৮ ইং পর্যন্ত গ্রাহক হয়েছে ৪৪ হাজার ৮শ ১০জন। বানিয়াচং জোনাল অফিসের ২০১৮ ইং সনের জুলাই পর্যন্ত মোট গ্রাহক সংখ্যা দাড়িয়েছে ৫৮ হাজার ৯শ জন। এ পর্যন্ত লাইন নির্মাণ করা হয়েছে ৮শ ৮১ কিলোমিটার, উপকেন্দ্র স্থাপন করা হয়েছে ১৫টি।