Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে ভাসমান বীজতলায় উৎপাদিত চারা বিতরণ

বানিয়াচং প্রতিনির্ধি ॥ বানিয়াচঙ্গে সম্ভাব্য বন্যা মোকাবেলায় আপদকালীন ভাসমান বীজতলার উৎপাদিত ধানের চারা কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে নন্দীপাড়া হাওরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বানিয়াচং এর আয়োজনে ধানের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ দুলাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু হাশেম রাফেসহ কৃষি বিভাগের বিভিন্নস্তরের কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, খরিপ-২/২০১৮-১৯ মৌসুমে সম্ভাব্য বন্যা মোকাবেলায় আপদকালীন ভাসমান বীজতলার উৎপাদিত ধানের চারা ২৪ জন কৃষকদের মধ্যে সমহারে বন্টন করা হয়েছে। কৃষকরা নতুন এ ধারণা নিয়ে পরবর্তীতে নিজেরাই কৃষি বিভাগের পরামর্শে এ ধরনের ভাসমান বীজতলা তৈরী করতে পারবেন বলে জানিয়েছেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু হাশেম রাফে। এতে করে বন্যা কবলিত এলাকায়ও বীজতলা তলা তৈরী করা যাবে।