Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানীর ১০০ তম জন্মদিন পালন

প্রেস বিজ্ঞপ্তি ॥ মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এম এ জি ওসমানী’র ১শ তম জন্ম বার্ষিকী যথাযথ মার্যাদায় নবীগঞ্জের ওসমানী স্মৃতি পরিষদ পালন করেছে। এ উপলক্ষে গতকাল শনিবার বাদ আছর ঢাকা-সিলেট মহা সড়ক সংলগ্ন ও আউশকান্দি হীরাগঞ্জ বাজারস্থ শহীদ কিবরিয়া রোডের পার্শ্বে ইলেক্ট্রনিক মিডিয়ার চ্যানেল এস এর অফিসে ওসমানী স্মৃতি পরিষদের উদ্দোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। উক্ত অনুষ্টানে ওসমানী স্মৃতি পরিষদের প্রতিষ্টাতা চেয়ারম্যান বদরুজ্জামান ছানুর সভাপতিত্বে ও ওসমানী স্মৃতি পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল বাছিদ এর সঞ্চালনায় অনুষ্টানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন দীঘলবাক ইউপি তালামীযের সাধারণ সম্পাদক হাফিজ আবু সুফিয়ান।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট বিচারক ও নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক শাহ আবুল খয়ের। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি ও আউশকান্দি র,প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ গর্ভনিং সদস্য মোঃ গিয়াস উদ্দিন আনহার, ইউপি সদস্য ও যুবলীগ নেতা খালেদ আহমদ জজ, সংরক্ষিত মহিলা রহিমা বেগম, সাংবাদিক ও গীতিকার এম মুজিবুর রহমান, আনন্দ সংগীত একাডেমীর সাধারণ সম্পাদক মন্টি আর্চায্য, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী নেতা সুহেল আহমদ, ওলিউর রহমান চৌধুরী, ওসমানী স্মৃতি পরিষদের সহ-সভাপতি মাওঃ মশাহিদ আলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলাল হোসেন, ডাঃ মুহাম্মদ মাওঃ আবুল হুসাইন।
আমন্ত্রিত ছিলেন, বিশিষ্ট মুরুব্বি হাজী জিতু মিয়া, হাজী কাঁচা মিয়া, সিরাজ মিয়া, মুক্তার মিয়া, জাপা নেতা মুরাদ আহমদ, ওসমানী স্মৃতি পরিষদের সহ-সাধারণ সম্পাদক ও চ্যানেল এস প্রতিনিধি বুলবুল আহমদ, সাংবাদিক ছনি চৌধুরী, ক্বারী আব্দুল কাইয়ুম, দি সান সাইন কে জি স্কুলের পরিচালক ও শিক্ষক আগুর মিয়া, কুর্শি পুর্জা উৎযাপন কমিটির সভাপতি ডাঃ অকিল সূত্রধর, জাপা নেতা শামীম আহমদ, সমাজ কল্যান সম্পাদক ওয়াহিদুজ্জামান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আলাল, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক হুমাউন আহমদ, সদস্য কবি জহির, রায়হান আহমদ, কদরত উল্লাহ, ছাত্রলীগ নেতা তারেক আহমদ, মুসলিম সাহিত্য সংসদ মাওঃ ডাঃ মোঃ আবুল হুসাইন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপ্রতি মরহুম জেনারেল মুহাম্মদ আতাউল গনি ওসমানীর রুহের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন মাওঃ মশাহিদ আলী।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর ১শ তম জন্মদিন ছিল গতকাল। ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর বাবা খান বাহাদুর মফিজুর রহমানের কর্মস্থল সুনামগঞ্জে তার জন্ম। তবে সিলেটের ওসমানী নগর থানার দয়ামির জালাল পাড়া গ্রামের বাসিন্দা। জেনারেল ওসমানী যৌবনে ব্রিটিশ আর্মিতে যোগ দেন। সেখানে তিনি ছিলেন বাঙালিদের মধ্যে সর্বকনিষ্ঠ মেজর। পাকিস্তান সেনাবাহিনীতে থাকাকালে ইস্টবেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। এ ছাড়া চট্টগ্রাম সেনানিবাসের প্রতিষ্ঠাতাও তিনি। ১৯৬৭ সালে পাকিস্তান সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন কর্নেল হিসেবে। বঙ্গবন্ধুর আহ্বানে আওয়ামী লীগে যোগ দিয়ে ১৯৭০ এর ঐতিহাসিক নির্বাচনে এমএনএ নির্বাচিত হন তিনি। একাত্তরের মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর প্রধান হিসেবে অসামান্য কৃতিত্ব প্রদর্শন করেন। স্বাধীনতার পর ১৯৭১ সালের ২৬ ডিসেম্বর তাকে বাংলাদেশ আর্মড ফোর্সের জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়। ১৯৭২ সালে দায়িত্ব থেকে অবসর নিয়ে বঙ্গবন্ধু সরকারের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদে বসেন। ১৯৭৩ সালের সংসদ নির্বাচনেও নির্বাচিত হন। তবে, পরের বছর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।