Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত ॥ কৃতজ্ঞতা প্রকাশ ॥ আতিক সভাপতি, শংকর পাল সাধারণ সম্পাদক ও তৌহিদ সাংগঠনিক সম্পাদক

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ হলরুমে সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য, জেলা সদস্য সচিব শংকর পাল ও যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন-পরিবেশ ও বন মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি। শেষ অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, যুগ্ম মহাসচিব ইয়াহিয়া চৌধুরী এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমএ মুনিম চৌধুরী বাবু এমপি, হেলাল উদ্দিন, কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান, জেলা জাপার যুগ্ম আহ্বায়ক আব্দুল মুক্তাদীর চৌধুরী অপু, প্রকৌশলী এমএ মুমিন চৌধুরী বুলবুল, আব্দুল জলিল তালুকদার, মীর জিয়াউল হক জিয়া, শাহ আবুল খায়ের, কাপ্তান সারোয়ার, আব্দুস সালাম মেম্বার, জাহাঙ্গীর আলম চৌধুরী, কাজল আহমেদ, প্রভাষক এসএম লুৎফুর রহমান, মোস্তাফিজুর রহমান ময়না, আব্দুল কাইয়ূম, শাহজাহান তালুকদার, গাজী মিসবাহ উদ্দিন, মুখছুদুজ্জামান খান, কদর আলী মোল্লা, মিজানুর রহমান দুলাল, আব্দুস সালাম তালুকদার, মুরাদ আহমেদ, জুবায়েদ হোসেন ও বাংলাদেশ ইসলামী ফন্ট হবিগঞ্জ জেলা সভাপতি অধ্যাপক মাওলানা শহিদুল ইসলাম। সম্মেলন শেষে পরে দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি জাতীয় পার্টি হবিগঞ্জ জেলা সভাপতি হিসেবে মোঃ আতিকুর রহমান আতিক ও সাধারণ সম্পাদক শংকর পাল ও সাংগঠনিক সম্পাদক হিসেবে তৌহিদুল ইসলাম তৌহিদের নাম ঘোষণা করেন। এছাড়াও জেলা উপদেষ্টা হিসেবে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমএ মুনিম চৌধুরী বাবু এমপি’র নাম ঘোষণা করেন মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। এদিকে শান্তিপূর্ণ ভাবে সম্মেলন সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী, আইন শৃংখলা বাহিনীর সদস্য, প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।