Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ঈদের ৮ দিন পরও শায়েস্তাগঞ্জে দ্বিগুণ ভাড়া আদায় ॥ যাত্রী হয়রানি চরমে

অপু দাশ, শাযেস্তাগঞ্জ থেকে ॥ ঈদের ৮ দিন পরও শায়েস্তাগঞ্জ থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লাগামী যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ঈদ বখশিসের নামে ঢাকা-সিলেট রুটে এখনও যাত্রীদের জিম্মি করে দুই থেকে তিন গুণ পর্যন্ত বেশি ভাড়া আদায় করছে গাড়ি চালকরা। এ টাকা দিতে না পারলে তারা যাত্রীদের গাড়িতে তুলছে না। এতে চরম হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ।
ভুক্তভোগী যাত্রীরা জানান, গত এক সপ্তাহ ধরে ঢাকা-সিলেট মহাসড়কে অধিক বাস ভাড়া আদায় করা হচ্ছে। গাড়ির চালক ও হেল্পাররা যাত্রীদের জিম্মি করে কয়েক গুণ পর্যন্ত বেশি ভাড়া আদায় করায় দরিদ্র মানুষগুলো পড়েছেন চরম বিপাকে। কিন্তু এ নিয়ে মাথাব্যথা নেই কারো। শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা এক যাত্রী মুকসুদুল আলম জানান, বি-বাড়ীয়া যাওয়ার উদ্দেশ্যে তিনি গত বুধবার সকালে ৯টা থেকে ১২টা পর্যন্ত দাঁড়িয়ে থেকেও কোনো গাড়ি পাননি। মিতালী, সুরমা, কুমিল্লা ট্রান্সপোর্ট, বি-বাড়ীয়া সিলেট পরিবহনসহ বেশ কয়েকটি গাড়িতে ওঠার চেষ্টা করলেও সব কটি বাসই ৫০টাকার জায়গায় ১৫০টাকা ভাড়া দাবি করছে। এর কম হলে গাড়িতে উঠা নিষেধ। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কেউই কোনো ব্যবস্থা নেন না। ফলে গাড়িচালকরা এক প্রকার বেপরোয়া হয়ে যাত্রীদের জিম্মি করে ফেলেছে। ওই যাত্রী জানান, শায়েস্তাগঞ্জ থেকে মাধবপুরের ভাড়া ৩০টাকা হলেও সেখানে ৫০ থেকে ৬০ টাকা দাবী করছে চালকরা। কিন্তু যা অবস্থা শেষ পর্যন্ত এ টাকাতেই যেতে হবে বলে মনে হচ্ছে। দেখা গেছে, লোকাল বাসগুলোয়ও একই অবস্থা। চালকরাও যাত্রীদের কাছ থেকে তিনগুণ বেশি ভাড়া আদায় করছে। শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিন বলেন, বাস চালকরা ঈদের বখসিসের নামে বেপরোয়া চাঁদাবাজি করছে। গাড়িচালকরা লোকাল ও দূরপাল্লার সব যাত্রীকে জিম্মি করে ফেলেছে অভিযোগ করে তিনি বলেন, বাস না পেয়ে বিরক্ত হয়ে কয়েকজন মিলে সিএনজি অটোরিক্সাযোগে যাওয়ার সিদ্ধান্ত নেন। শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় গিয়ে দেখা যায়, এ অবস্থায় ছুটি শেষে কর্মস্থলমুখী অসংখ্য যাত্রী চালকদের কাছে জিম্মি হয়ে পড়েছেন। তারা এ থেকে মুক্তি পেতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।ৎ