Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরতলীর রামপুরে কাঠ মিস্ত্রীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর রামপুর এলাকা থেকে যোগেশ সরকার (৪৫) নামের এক কাঠ মিস্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে রামপুর এলাকার মৃত সুরেশ সরকারের পুত্র। গতকাল বুধবার সকালে স্থানীয় লোকজন ওই এলাকার একটি ফিশারীর পাশে তার লাশ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে চৌধুরী বাজার পুলিশ ফাঁড়ির এসআই রাজিবসহ একদল পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশ ও পারিবারিক সূত্র জানা যায়, স্ত্রীর সাথে অভিমান করে গত মঙ্গলবার সন্ধ্যার পরে যোগেশ বাড়ী থেকে বেড়িয়ে যায়। এর পরে রাত পৌনে ৯টায় তার পুত্র সাজন সরকারকে মোবাইল ফোনে জানায় তারা যেন তাকে দাহকরার জন্য লাকড়ি নিয়ে শ্মশানঘাটে তৈরী থাকে। এ সংবাদ পেয়ে সাজন পিতার খোজাখুজির পর বাড়ীতে ফিরে আসে। রাতের কোন এক সময় সে বিষপান করে ফিশারীতে ভাসতে থাকে। স্থানীয় লোকজন সকালে ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। সদর থানার ওসি (তদন্ত) জিয়া উদ্দিন জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। গতকাল বুধবার রামপর শ্মশানঘাটে মরদেহ দাহ করা হয়।