Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে মেলা থেকে সিএনজি কিনে প্রতারিত হলেন নারী সংবাদকর্মী

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সিএনজি কোম্পানীর ডিলারের কাছ থেকে সিএনজি কিনে প্রতারিত হয়েছেন এক নারী সংবাদকর্মী। প্রতারণার শিকার নারীর নাম ফযজুন আক্তার মনি। তিনি নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামের বাসিন্দা।
মনি জানান, বিগত এপ্রিল মাসে ইফাদ মটরস লিঃ কোম্পানীর ডিলার শায়েস্তাগঞ্জের এমএস মহসিন মটরস এর সত্ত্বাধিকারী আব্দুর রহমান নবীগঞ্জে সিএনজি গাড়ী মেলার আয়োজন করেন। ওই মেলা থেকে একটি নতুন সিএনজি গাড়ী ৩ লাখ ২০ হাজার টাকা নগদে ক্রয় করেন ওই নারী সংবাদকর্মী ফরজুন আক্তার মনি। কয়েক দিন গাড়ী চালানোর পর যান্ত্রিক ক্রটি দেখা দেয়। খোঁজ নিয়ে মনি জানতে পারেন ওই গাড়ীটি আউশকান্দি জনৈক ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছিল। যান্ত্রিক ক্রটির জন্য কোম্পানী ফেরৎ গাড়িটি নিয়ে যায়। ওই নষ্ট (বিকল) পুরাতন গাড়ীটিই মনির কাছে নগদে বিক্রি করেন মহসিন মটরস। ঘটনাটি ডিলার আব্দুর রহমানকে জানানোর পর তিনি ফয়জুন আক্তার মনিকে বিগত ১০ মে ৩ লাখ ২০ হাজার টাকার পুবালী ব্যাংক লিঃ শায়েস্তাগঞ্জ শাখার একটি চেক প্রদান করে সিএনজি গাড়ীটি নিয়ে যান। ওই চেকটি মনি গত ১৯ জুলাই প্রাইম ব্যাংক নবীগঞ্জ শাখায় ফয়জুর আক্তার মনির একাউন্টে জমা দেন। কিন্তু মহসিন মটরস্ এর তহবিলে পর্যাপ্ত না থাকায় চেকটি ডিজনার করেন ব্যাংক কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত ১৬ আগস্ট চেক প্রদানকারী ডিলারকে উকিল নোটিশ প্রদান করেছেন।