Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে ভেজাল বিরোধী অভিযান দুইটি আইসক্রিম ফ্যাক্টরীকে জরিমানা ২ হাজার আইসক্রিম ধ্বংস

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে দুইটি আইসক্রিম ফ্যাক্টরীকে ১০ হাজার টাকা জরিমানা ও ২ হাজার আইসক্রিম ধ্বংস করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার দুপুরের দিকে অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে বানিয়াচংয়ের বড় বাজারে অভিযান চালানো হয়। অভিযানে বড় বাজারের আনন্দ আইসক্রিম কারখানা ও বাবুল আইসক্রিম কারখানা থেকে ক্ষতিকর রং মিশ্রিত ২ হাজারেরও বেশি আইসক্রিম জব্দ করা হয়। এ সময় এলাকাবাসীর সামনে জব্দকৃত এসব আইসক্রিম ধ্বংস করা হয়। পাশাপাশি ক্ষতিকর রং মিশানোর অপরাধে ভোক্তা অধিকার আইনে দুই ফ্যাক্টরীকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বাজার এলাকার আরো কয়েকটি আইসক্রিম কারাখানায় অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে আইসক্রিম কারখানাগুলোকে ক্ষতিকর রং না মেশানো এবং স্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের জন্য সতর্ক করে দেওয়া হয়। একই দিনে খাবার ঢেকে না রাখার অপরাধে বাজারের আল আমিন রেস্টুরেন্টকেও ৫০০ টাকা জরিমানা করা হয়।