Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে বাল্য বিয়ের কাবিনানামা নিয়ে বিরোধ ॥ বরকে মারধোর

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের খোজারগাও গ্রামে বাল্য বিয়ের কাবিননামা সম্পন্ন করে না দেয়ায় হামলায় কিশোর বর আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় রিপন মিয়া (১৯) নামের ওই বরকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনাটি ঘটে।
আহত সূত্রে জানা যায়, সম্প্রতি খোজারগাও গ্রামের আরজু মিয়ার পুত্র মোঃ রিপন মিয়ার সাথে চাচাতো বোন ছুরুক আলীর কিশোরী কন্যা রুমানা (১৪) কে বিয়ের উদ্যোগে নেয়া হয়। বৈধভাবে বিয়ে সম্পন্ন করার লক্ষে ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধন সনদ নিতে চেষ্টা করেন কিশোর-কিশোরীর স্বজনরা। কিন্তু তাদের বয়স পূর্ন না হওয়ায় ইউনিয়ন পরিষদ থেকে নিবন্ধন দেয়া হয়নি। পরে উভয় পক্ষ কাবিন ছাড়াই গত ১০ আগষ্ট ওই বাল্য বিয়েটি আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন করেন। তখন কথা হয় বর ও কনের বয়স পূর্ন হলে কাবিন করা হবে। উক্ত বিয়েতে কনের বাবা নগদ ৭০ হাজার টাকার যৌতুক দেন। এদিকে বিয়ের সপ্তাহ পর কনে পক্ষ কাবিননামা দ্রুত সম্পন্ন করে দেওয়ার জন্য বরকে চাপ দেয়। এনিয়ে গত সোমবার সন্ধ্যারাতে প্রতিবেশি আমির আলীর বাড়িতে এক সালিশ বসে। মোঃ লাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সালিশে মাতব্বররা কাবিন নামার জন্য বর রিপন মিয়া ও তার পিতা আরজু মিয়াকে চাপ দেন। এ সময় রিপন জন্ম নিবন্ধন সনদ ব্যতিত কাবিননামা করে দিতে অপারগতা করলে কোন সিদ্ধান্ত ছাড়াই সবাই চলে যায়। এর জের ধরে পরদিন মঙ্গলবার রাত ৯টার দিকে কতিপয় লোক রিপনকে বাড়ির পাশে রাস্তায় পেয়ে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অপরদিকে আলোচিত এই বাল্য বিয়ের বৈধতা দিতে স্থানীয় ইউপি সদস্য তৎপরতা শুরু করেছেন বলে জানা গেছে। আহত রিপন জানান, মাতব্বর লাল মিয়ার পুত্র আব্দুল্লাহ ও আব্দুল কাদিরসহ কয়েকজন তার উপর হামলা চালিয়েছে। এনিয়ে উত্তেজনা বিরাজ করছে।