Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে মহিলাদের উত্যক্ত করার জের ॥ সংঘর্ষে আহত ৩০

নবীগঞ্জ সংবাদদাতা ॥ মহিলাদের উত্যক্তের জের ধরে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সমরগাঁও গ্রামে সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ ৩০জন আহত হয়েছে। আহত ৩ জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুর রাজ্জাকের পুকুরপাড়ে বাড়ির মহিলারা গোসল করতে গেলে প্রায়দিনই একই গ্রামের মৃত তৌরুছ মিয়ার ছেলে সবুজ্জামান দাড়িয়ে থেকে উত্যক্ত করে আসছিল। গতকালও মহিলারা গোসল করতে আসলে সে পুকুরপাড়ে দাঁড়িয়ে উত্যক্ত করে। পুকুরের মালিক আব্দুর রাজ্জাক এ বিষয়ে সবুজ্জামানকে পুকুরপাড়ে আসতে নিষেধ করলে সে বাকবিতন্ডায় লিপ্ত হয়। এখবর উভয় পক্ষের লোকজনের মধ্যে পৌছুলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধাঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ ৩০জন আহত হয়েছে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত আক্তারুণ বেগম (৪০), জাহাঙ্গীর মিয়া (৩০) ও সাদিক মিয়া (৩৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অপর আহত হলেন, জয়বান বিবি (৪০), আমির হোসেন (১৬), সৈয়দুর মিয়া (১৭), ছয়ফুল মিয়া (১৯), জামাল মিয়া (১৮), আকতারুজ্জামান (৫০), নানু মিয়া (৪৫)।