Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ফিসারীতে বিষ প্রয়োগ করে মাছ নিধন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে শত্র“তার জের ধরে ফিসারীতে বিষ জাতীয় দ্রব্য প্রয়োগ করে মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার গভীর রাতে উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামের হাওর এলাকায় নিজস্ব মালিকানাধিন ফিসারীতে এ ঘটনাটি ঘটেছে।
সূত্রে জানা যায়, পাঞ্জারাই গ্রামের আঃ রকিব পাঞ্জারাই গ্রামে প্রায় ৮ একর জায়গায় লিজ নিয়ে ফিসারী করে দীর্ঘ দিন ধরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। আঃ রকিব জানান, ওই এলাকার সঙ্গবদ্ধ একদল মাছ চোর চক্র তারা প্রায় সময়ই মানুষের ফিসারীতে জাল ফেলে এবং বিষ প্রয়োগ করে মাছ চুরি করে নিয়ে বিক্রি করে। আমি অন্যায়ের প্রতিবাদ করায় আমার উপর ক্ষিপ্ত হয়ে গত রবিবার রাতের কোন এক সময়য় ওই চক্রটি আমার ফিসারীতে প্রবেশ করে পাহারাদারকে হুমকী-ধামকী দিয়ে বিষ প্রয়োগ করে। আমার চাষ করা ঘাসকার্প, কারপু, রুই, মৃগেল ইত্যাদি জাতের দেড় ও দুই কেজি ওজনের প্রতি পিছ মাছ ফিসারীর পানিতে ভেসে উঠলে জাল দিয়ে প্রায় ৮০ হাজার টাকার মাছ নিয়ে যায়। এছাড়াও তাদের দেয়া বিষ প্রয়োগে মাছ মরে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। এদিকে খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা মৎস্য অফিসের সহকারী প্রদীপ দাশ সরেজমিনে গিয়ে প্রাথমিকভাবে ফিসারীর পানি পরীক্ষা করে জানান পানিতে গ্যাস বা কোন ধরনের সমস্যা নেই। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ আঃ রকিব মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।