Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জ নৈশ প্রহরীর বিরুদ্ধে সরকারী গাছ কেটে নেয়ার অভিযোগ

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ ডাকবাংলাতে নৈশ প্রহরী কর্তৃক সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে।
জানা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকার উপজেলা কমপ্লেক্স সংলগ্ন ডাকবাংলা অবস্থিত। বিভিন্ন দপ্তরের দ্বায়িত্বরত কর্মকর্তাগন দাপ্তরিক কাজে এসে ওই ডাকবাংলাতে অবকাশ তথা রাত্রি যাপন করেন। সুদীর্ঘকাল ধরে ডাকবাংলাতে একটি টিনসেড ঘর ছিল। এটি বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় বর্তমান সরকারের শাসনামলে সংলগ্ন নতুন আরেকটি পাকা ছোট ভবন নির্মাণ করা হয়। ডাকবাংলা রক্ষণাবেক্ষণের দ্বায়িত্বে রয়েছেন সাহিদ নামে একজন নৈশ প্রহরী। পরিবারের সদস্যদের নিয়ে সে ওইখানেই দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। ওই ডাকবাংলা চত্বরে নানা প্রজাতির মূল্যবান ফলদ ও বনজ গাছ রয়েছে। আশপাশের লোকজন জানান, গত মঙ্গলবার নৈশ প্রহরী সাহিদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ডাকবাংলা চত্বরের সরকারের মালিকাধীন দুটি বড় আকাশি গাছ কেটে ফেলে। যার অনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। গাছের কাটা অংশগুলো সমান সাইজ করে গাছ-গাড়ার ডাল-পাতা দিয়ে ঢেকে রাখা হয়েছে। এর পূর্বেও তার বিরুদ্ধে মূল্যবান গাছ কেটে কাঠের আসবাবপত্র তৈরির অভিযোগ রয়েছে।