Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম-শেখ মহিউদ্দিন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা এবং সংস্কৃতি চর্চায় ভবিষ্যত প্রজন্মকে ব্যস্ত রাখা গেলে তারা আর বিপথে যাবেনা। খেলাধুলা মানুষের মানসিক ও শারীরিক বিকাশে অনেক অবদান রাখে। এটি ব্যায়ামের একটি অংশ। যুবকরা যদি খেলাধুলায় মনোযোগ দেয় তাহলে সকল বাজে নেশা থেকে তারা দূরে থাকবে। তিনি আরো বলেন, ফুটবল একটি ঐতিহ্যবাহী খেলা, দেশের প্রত্যন্ত গ্রামগঞ্জে ফুটবল খেলার নিয়মিত চর্চা অব্যাহত থাকলে ফুটবলের হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে আসবে। এখান থেকেই হয়ত আগামীতে একজন ম্যারাডোনা কিংবা একজন মেসি বেরিয়ে আসবে।
সোমবার বিকেলে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের সর্দারপুর খেলার মাঠে সর্দারপুর প্রীতি ফুটবল টুর্নামেন্টে বাবার দোয়া একাদশ ও মায়ের দোয়া একাদশের মধ্যকার প্রীতি ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের এমপি প্রার্থী শেখ মহিউদ্দিন আহমদ জাহেদ।
করগাঁও ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিনের সভাপতিত্বে ও আব্দুস শহীদ, নোমান ও সাদিকুরের পরিচালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বড় শাখোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবেল মিয়া, আব্দুল মতিন, সুমন আহমেদ, আকাশ মিয়া, ওয়াসিল মিয়া, মতাব্বির মিয়া, বদর উদ্দিন প্রমুখ। খেলায় মায়ের দোয়া একাদশকে ৩-১ গোলে হারিয়ে বিশাল জয় পায় বাবার দোয়া একাদশ। বিজয়ীদল বাবার দোয়া একাদশের পক্ষে খেলায় অংশ গ্রহণ করেন অধিনায়ক ফয়ছল আহমেদ, সহ-অধিনায়ক রাজু, আলমগীর, কুদ্দুছ, উজ্বল, আকতার, জাকির, টিটু, ইকবাল, কাসেম। মায়ের দোয়া একাদশের পক্ষে খেলায় অংশগ্রহন করে অধিনায়ক আদিল আহমেদ, সহ-অধিনায়ক জমির উদ্দিন, আবুল হোসেন, আলসগীর, মঈনুল, কাশেস, জিলু আওয়াল, আশিক, আলমগীর মিয়া, জুলহাস, আলম।