Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

খাগাউড়া গ্রামের যুবলীগ নেতা জুনায়েদ হত্যাকাণ্ড ॥ ৩৮ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার রইছগঞ্জ বাজারে সংঘর্ষে যুবলীগ নেতা জুনায়েদ নিহত হবার ঘটনায় পার্শ্ববর্তী বাহুবল উপজেলার খাগাউড়া গ্রামের শাহ শওকত আলী, গেদা মিয়া, তজম্মুল মিয়া, সেগেন মিয়াসহ ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৮/১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহত জুনেদের বড়ভাই শিব্বির আহমদ বাদী হয়ে গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নবীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাওছার আলমকে মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। নিহত জুনায়েদ মিয়া (৩২) বাহুবল উপজেলার খাগাউড়া গ্রামের আব্দুল আউয়াল ওরফে উচা মিয়ার ছেলে। তিনি কেমিস্ট ল্যাবরেটরিজ কোম্পানীতে রিপ্রেজেন্টেটিভ হিসাবে নবীগঞ্জ উপজেলায় দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি নবীগঞ্জ পৌর যুবলীগের রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন। এ ঘটনায় পুলিশ গত শনিবার ভোরররাতে অভিযান চালিয়ে ৪জনকে আটক করে। এর মধ্যে সংঘর্ষে আহত তজম্মুল মিয়া পুলিশ প্রহরায় ঢাকা চিকিৎসাধিন রয়েছেন। অপর আটককৃতরা হলেন খাগাউড়া গ্রামের শামছুল ইসলাম ওরফে কাঁচা মিয়া, একই গ্রামের নুরুজ মিয়ার পুত্র রায়হান ও আহমদ আলী।উল্লেখ্য, গত ২৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় বাহুবল উপজেলার খাগাউড়া গ্রামের পঞ্চায়েতের বিরোধের জের ধরে নবীগঞ্জ উপজেলার রইছগঞ্জ বাজারে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে প্রায় ৩০ জন আহত হয়। গুরুতর আহত জুনায়েদকে আশংকাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
নবীগঞ্জ থানার ওসি এস এম আতাউর রহমান মামলাটি রেকর্ড করা হয়েছে জানিয়েছেন।