Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গের দাউদপুরে ভূমি নিয়ে বিরোধ ॥ ১২ পরিবারকে সমাজচ্যুৎ

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের দাউদপুর গ্রামের বিল ও সরকারী ভূমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ওই গ্রামের ১২টি পরিবারকে সমাজচ্যুত করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তাদেরকে গ্রামের রাস্তাঘাটে চলাফেরা, ছেলে-মেয়েদের স্কুল ও মক্তবে যেতে পারছে না। গতকাল ২৬ আগষ্ট পুলিশ সুপার বরাবরে দেয়া লিখিত অভিযোগ থেকে এ তথ্য পাওয়া গেছে। ওই গ্রামের অলিউর রহমান, সফি মিয়া, গোলাপ মিয়া সহ ১২জন স্বাক্ষরিত অভিযোগে জানা যায়, গ্রামের পাশের নাকুয়া বিল ও পতিত রকম ভূমি অভিযোগকারী ১২জন সহ পার্শ্ববর্তী বাসিন্দারা ভোগ করে আসছেন। ইদানিং স্থানীয় তহশীল অফিসের মাধ্যমে সরকার ওই বিল ও পতিত ভূমির খাস কালেকশনের উদ্যোগ নেয়। অভিযোগকারীরা তহশীলদারের মাধ্যমে খাস কালেকশনের ব্যবস্থা করেছে বলে তাদেরকে গত ১৮ আগষ্ট গ্রাম পঞ্চায়েতে ডেকে নেয়া হয়। এক পর্যায়ে তাদেরকে সমাজচ্যুত করা হয়।