Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ফজলে এলাহীর “হবিগঞ্জের রাজনৈতিক ইতিহাস” বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ বর্তমানকালের ভিত্তিভূমি হচ্ছে ইতিহাস। প্রতিটি দেশ-জাতি-সমাজের নৃতাত্ত্বিক বৈশিষ্ট গড়ে উঠে তার ইতিহাসের ধারাবাহিকতাকে সঙ্গী করে। তাই আমাদের এ জেলা হবিগঞ্জের রাজনৈতিক ইতিহাস ঃ ব্রিটিশ আমল পর্বের উপর গ্রন্থ রচনা করে শেখ ফজলে এলাহী আমাদের শিকড় অনুসন্ধানের গতিপথ উন্মুক্ত করে দিয়েছেন।
গতকাল ২৬ আগস্ট রবিবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে শেখ ফজলে এলাহী রচিত “হবিগঞ্জের রাজনৈতিক ইতিহাসঃ ব্রিটিশ আমল” শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে আগত বক্তারা এ কথা বলেন।
প্রকাশনা অনুষ্ঠান উদযাপন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ ইকরামুল ওয়াদুদ। মুখ্য আলোচনা উপস্থাপনা করেন সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জাহান আরা খাতুন। এতে সম্মানিত অতিথি ছিলেন অধ্যাপক মোঃ আবিদুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডঃ মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, নজরুল একাডেমি জেলা শাখার সভাপতি তাহমিনা বেগম গিনি ও নাট্যকার রুমা মোদক।
আলোচনায় অংশ নেন গ্রন্থকার শেখ ফজলে এলাহী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, কবি মোস্তফা মঈন, দেশ নাট্য গোষ্ঠীর সভাপতি এডঃ হুমায়ুন কবির সৈকত, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা, কবি অমিতাংশু টুটুল, এডঃ বিজন বিহারী দাস, সাহিত্যিক আবু সালেহ আহমেদ, সংস্কৃতিকর্মী অপু চৌধুরী, সাবরিনা আক্তার রতন, কবি আব্দুল্লাহ আবীর, প্রভাষক তানসেন আমীন, প্রভাষক শাহাব উদ্দিন আহমেদ, সাংবাদিক আজহারুল ইসলাম মুরাদ, তরুণ গবেষক গৌতম চন্দ্র দাস, মুশতাক আহমেদ প্রমূখ।
সভা সঞ্চালনা ও সার্বিক আয়োজনে ছিলেন বাপা জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, সাহিত্য কর্মী সিদ্দিকী হারুন ও পার্থ সারথি রায়।