Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জে গায়েবী গজার মাছ ঘাটে বিষ ঢেলে নিধন

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ তরফ রাজ্যের সিপাহশালা সৈয়দ শাহ নাসির উদ্দিন (রহ:) সহ ১২০ এর আউলিয়ার উত্তরসুরী বংশধর বন্দেগী শাহ সৈয়দ দাউদ (রহ:) ও তার পুত্র বন্দেগী শাহ সৈয়দ মহিবউল্লা (রহ:) এর অলৌকিক ক্ষমতায় রক্ষিত গায়েবী গজার মাছ। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগরের ঐতিহ্যবাহী গায়েবী গজার মাছ পুকুরে (যা মাছের ঘাট নামে পরিচিত) দুর্বৃত্তরা বিষ ঢেলে মাছ নিধন করেছে। গত বুধবার (২২ আগষ্ট) সকালে স্থানীয়রা পুকুরে মাছ ভেসে উঠছে দেখে পুকুরের খাদেমকে জানায়। এর আগে মঙ্গলবার দিবাগত রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা পুকুরটিতে বিষ ঢেলেছে। এ খবর পেয়ে আশপাশের গ্রামের শত শত মানুষ ও মাজারভক্ত মানুষ মাছ দেখার জন্য পুকুর পাড়ে ভিড় জমায়। গায়েবী গজার মাছের পুকুরের খাদেম সৈয়দ ফয়সল আহমেদ জানান, বুধবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুকুরে গিয়ে দেখেন মাছ মরে ভেসে উঠছে এবং পানিতে দুর্গন্ধ হচ্ছে। পরে লোকজনের সহযোগিতায় পুকুর থেকে গায়েবী গজার মাছ ৩৫টি, ছোট-বড় বিভিন্ন জাতের দেশীয় মাছসহ ১/২ মন এর মত পুকুর থেকে উঠানো হয়। পরে গজার মাছ গুলোকে পুকুরের পাশে খবর দেওয়া হয়। শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন গিয়ে দেখি বেশ কয়েটি বড় বড় গজার মাছ ও দেশীয় বিভিন্ন জাতের ছোট বড় মাছ মরেছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা রাতের আধারে বিষ ঢেলেছিল।