Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেদ্দা যুবলীগের শোকসভায় এমপি আবু জাহির ॥ জাতির আদর্শ ধ্বংস করতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, যারা এ দেশের স্বাধীনতা চায়নি, মুক্তিযুদ্ধের বিজয় চায়নি, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল-তারাই ১৫ আগস্টের হত্যাকান্ড ঘটিয়েছে। সেদিন জননেত্রী শেখ হাসিনা হারিয়েছিলেন বাবা-মা, ভাই-আত্মীয়-পরিজনকে। বাঙালি হারায় মহান নেতাকে, জাতির ভবিষ্যৎকে। যার কারণে আমরা স্বাধীনতা অর্জন করি, সেই নেতাকে হত্যা করে পাকিস্তান কায়েম করতে চেয়েছিল খুনীরা। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে ষড়যন্ত্রকারীরা একাত্তরে পরাজয়ের প্রতিশোধ নিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, দেশ ও দেশের মানুষকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়েই দিয়েই পিতার আত্মার শান্তি চান শেখ হাসিনা। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করা হয়। বাঙালি জাতির আদর্শ ধ্বংস করতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়।
১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল সৌদি আরবের জেদ্দা যুবলীগ আয়োজিত শোক সভা এবং দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী যুবলীগ জেদ্দা শাখার সভাপতি মাহমুদ হাসান শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানার পরিচালনায় শোক সভায় বিশেষ অতিথি’র বক্তৃতা করেন হবিগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, লাখাই উপজেলা যুবলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান এনামুল হক মামুন, সহ-সভাপতি হোসাইন আহমদ, বশির আহমদ, আব্দুল ফাত্তাহ, বদরুল আলম সেলিম, রুস্তম আলী ইস্কান্দর, খসরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শিপন আহসান, খলিলুর রহমান খেলু, সাংগঠনিক তোফাজ্জল হোসেন, শাহ নিজাম উদ্দিন শাকীল প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন জেদ্দা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান দিলু, রেজাউল করিম রিপন, ওবায়দুল হক, মিসবাহ আলম, বাবুল গাজী, ফারুক আহমদ, ইসমাইল হোসেন, মুজিবুর রহমান, নুরুন্নবী মায়া প্রমুখ। সৌদিতে কর্মরত নানা শ্রেণি-পেশার বাঙালি লোকজন এই শোকসভায় অংশ নেন।