Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে পূর্ব বিরোধের জের হামলা ও সংঘর্ষ ॥ বাড়ীঘর ভাংচুর আহত ২৫

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে হামলা ও সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। এ সময় কয়েকটি বাড়িঘরও ভাঙচুর হয়। ঈদের পরদিন বৃহস্পতিবার রাতে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের নোয়াগাও গ্রামে সংঘর্ষের ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াগাও গ্রামে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। একপক্ষে নেতৃত্বে রয়েছেন আনাসার মিয়া এবং অপরপক্ষে ফুল মিয়া। এতাপূর্বেও উভয় পক্ষে একাধিক সংঘর্ষ হয়েছে এবং মামলা মোকদ্দমা চলে আসছে। এ অবস্থায় গত বৃহস্পতিবার রাতে আনসার মিয়া পক্ষের ২/৩ জন লোক বাংলাবাজার থেকে বাড়ী যাওয়ার উদ্যেশ্যে রওয়ানা করে। পথিমধ্যে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ফুল মিয়ার পক্ষের লোকজন তাদের উপর অতর্কিত হামলা চালায়। তাদের আর্তচিৎকারে স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসলে তাদের উপর ও হামলা করা হয়। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। প্রায় ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ। সংঘর্ষ চলাকালে ৪/৫টি বাড়ীঘর ভাংচুর করা হয়। হামলায় গুরুতর আহত আনসার মিয়া (৭০), ধন মিয়া (৬৫), গফুর মিয়া (৫০), দুলাল মিয়া (৩২) ও রেহানা বেগম (৩৫)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে গ্রামে উত্তেজনা বিরাজ করছে। আবারো সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।