Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পইলে ১৪শ মানুষের মাঝে কুরবানীর মাংস বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউপিতে গত বৃহস্পতিবার দরিদ্র মানুষের মাঝে কুরবানীর মাংস বিতরন করা হয়। পইল সাহেব বাড়ী প্রাঙ্গনে স্থানীয় শহীদ এনাম স্মৃতি সংঘের উদ্যোগে আয়োজিত এই কুরবানী প্রকল্পে সর্বমোট বত্রিশটি গরু কুরবানী দেয়া হয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান এর উৎসাহ ও নির্দেশনায় তুরস্কের সুনামধন্য এনজিও দিয়েনেত ফাউন্ডেশনের অর্থায়নে ১৪৫ টি দেশের দরিদ্র মুসলমানের জন্য ঈদ উপলক্ষ্যে এই বিশ্বব্যাপী আয়োজন করা হয়। মুসলিম-হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহায়তায় পইল ইউপিতে এই প্রকল্প বাস্তবায়নের সার্বিক তত্বাবধানে ছিলেন শহীদ এনাম স্মৃতি সংঘের সভাপতি ও ৪নং পইল ইউপির চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ। উল্লেখ্য কুরবানী ঈদের পরদিন অনুষ্ঠিত এই মানবকল্যানমূলক প্রকল্পে প্রায় ১৪০০ গরীব দুঃস্থ অসহায় মুসলমানের মধ্যে ১৮শ কেজি মাংস বিতরন করা হয়। হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক এই কার্যক্রমের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তার, মুসলিম-হ্যান্ডস বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ গোফরান আহমেদ চৌধুরী ও তুরস্কসহ বিভিন্ন দেশ থেকে আগত অতিথিবৃন্দ। কুরবানী কার্যক্রম সফলভাবে সম্পন্ন করায় সৈয়দ মঈনুল হক আরিফ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এই প্রকল্প আরো ব্যাপক আকারে উপহার দেয়ার জন্য দিয়েনাত ফাউন্ডেশনের প্রতি অনুরোধ জানান।