Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা যুবলীগের শোকসভা ও মিলাদ মাহফিল ॥ ৪ শতাধিক অস্বচ্ছল মানুষ পেলেন ঈদ খাদ্য সামগ্রী

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের ৪ শতাধিক অস্বচ্ছল মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেছে হবিগঞ্জ জেলা যুবলীগ। মঙ্গলবার (পবিত্র ঈদুল আযহার পূর্বের দিন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম।
সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী জানান, ঈদের পূর্বে শহরের বিভিন্ন স্থান থেকে যুবলীগ নেতাকর্মীরা অস্বচ্ছল মানুষদের তালিকা তৈরী করেন। পরবর্তীতে ৪ শতাধিক লোকজন অতিথিবৃন্দের শহরের আরডি হল প্রাঙ্গণ থেকে এসে খাদ্য সামগ্রী গ্রহণ করেন। প্রতিজনকে ৭ কেজি চাউল এবং ১ কেজি করে সোয়াবিন তেল প্রদান করা হয়। এ সময় উপস্থিত দরিদ্র লোকজন অত্যন্ত আনন্দের সাথে এই সামগ্রী নিয়ে বাড়ি ফিরেন।
পরবর্তীতে ২০০৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলায় বেগম আইভি রহমানসহ নিহত ২৪ জন নেতাকর্মী এবং ১৫ আগস্টে সকল শহীদের স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
কেন্দ্রীয় যুবলীগ সদস্য ও জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সিরাজুল হক চৌধুরী, মুকুল আচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট লুৎফুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক ও মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, জেলা যুবলীগ সহ-সভাপতি সজল রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহের হোসেন রেজু, সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, ফেরদৌস আহমেদ ও ডাঃ পিন্টু আচার্য্য। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুর রউফ মাসুক, ইঞ্জিনিয়ার ওয়াহেদুজ্জামান বাবুল, গৌতম কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান শামীম, নিজাম উদ্দিন শরীফ জনি, আমীর হোসেন, রুহুল আমীন সিজিল, দ্রুব জ্যোতি দাশ টিটু, শাহ বাহার, সাব্বির হোসেন রনি, যুব রেড ক্রিসেন্টের পংকজ কান্তি দাশ, আশিষ কুরি প্রমুখ।