Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সাগরদিঘীতে গোসল করতে গিয়ে জাবি শিক্ষার্থীর মৃত্যু

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গের সাগরদিঘীতে (কমলারানীর দিঘী) গোসল করতে নেমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এক ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ৩টার দিকে সাগরদিঘীতে এ ঘটনাটি ঘটে। নিহত ছাত্রের নাম হাসিবুর রহমান খান সাহেদ (২২)। সে সাগরদিঘীর পূর্বপাড়ের আকিকুর রহমান খান এর ছেলে।
স্থানীয় সূত্রেজানা গেছে, সাহেদ ঈদের ছুটি কাটাতে ক’দিন আগে বাড়িতে আসে। গতকাল রোববার বাড়ীর সামনে বন্ধুদের নিয়ে ফুটবল খেলছিল সাহেদ। খেলা শেষে বাড়ীর পিছনে সাগরদিঘীতে গোসল করতে যায় সাহেদ ও তার বন্ধুরা। পানিতে নেমে ডুব দেয়ার পর ভেসে উঠতে দেরী হওয়া দেখে তার বন্ধুরা তাকে ডাকাডাকি করে। প্রায় ২০ মিনিট পর সাহেদ এর নিথর দেহ পানিতে ভেসে উঠে। এ দৃশ্য দেখে তার বন্ধুরা হতভম্ভ হয়ে পড়ে। এসময় তার বন্ধুদের চিৎকারে আশপাশের মানুষসহ সাহেদ এর পরিবারের লোকজন এসে তাকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে হাসিবুর রহমান খান সাহেদ এর মৃত্যুর খবরটি এলাকায় জানাজানি হলে শতশত মানুষ তাকে এক নজর দেখার জন্য তাদের বাড়ীতে ভীড় জমান। এসময় তাদের বাড়ীতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।