Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইয়ে ১৩টি কমিউনিটি ক্লিনিক বিদ্যুতহীন

আবুল কাসেম, লাখাই থেকে ॥ চালু হওয়ার প্রায় দেড় যুগ অতিবাহিত হলেও হবিগঞ্জের লাখাই উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোতে বিদ্যুৎ ছাড়াই কার্যক্রম চলছে। এতে সব কমিউনিটি ক্লিনিকের কর্মচারীদের অফিসের কাজকর্ম ব্যহত হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলার ৬টি ইউনিয়নে মোট ১৬টি কমিউনিটি ক্লিনিকে সুবিধাবঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। এছাড়া আরো একটি কমিউনিটি ক্লিনিকের নির্মাণ কাজ শেষ হচ্ছে। কিছু দিনের মধ্যেই চালু করা হবে বলে আশা করা যায়। ২০০০ সালে নির্র্মিত ১৬টি ক্লিনিকের মাঝে ৩টি কমিউনিটি ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ থাকলেও বাকী ১৩টি কমিউনিটি ক্লিনিকে আজও বিদ্যুৎ নেই। ফলে সেবা নিতে আসা রোগী ও ক্লিনিকের কর্তব্যরত কর্মচারীদের দুভোর্গ পোহাতে হচ্ছে। বিদ্যুতবিহীন কমিউনিটি ক্লিনিকগুলো হচ্ছে কৃষ্ণপুর, শিবপুর, স্বজনগ্রাম, লক্ষীপুর, ফুলবাড়িয়া, জিরুন্ডা, তেঘরিয়া, মৌবাড়ী সাতাউক, ভাদিকারা সিংহগ্রাম, ভরপূর্নি ও গঙ্গনগর কমিউনিটি ক্লিনিক। সিংহগ্রাম কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার নাজমা বেগম জানান, বিদ্যুতের অভাবে গরমের কষ্টসহ প্রশাসনিক কাজকর্ম ব্যহত হচ্ছে। উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার অপু কুমার সাহা বলেন, বেশ কয়েকটি কমিউনিটি ক্লিনিকের বিদ্যুতের জন্য আবেদন করা হয়েছে। আশা করি কিছু দিনের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। এছাড়া বাকী ক্লিনিকের বিদ্যুৎতের জন্য পর্যায়ক্রমে আবেদন করা হবে বলে জানান তিনি।