Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে ব্যবসায়ী গৌরাঙ্গ হত্যাকান্ড আদালতে ঘাতকের স্বীকারোক্তি

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বেবী ষ্ট্যান্ড এলাকার বিশিষ্ট ব্যবসায়ী গৌরাঙ্গ লাল দাশ(৩৯) কে অপহরণ করে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী আজিম হোসেন খান সোহাগ(৩১) কে পিবিআই হবিগঞ্জ এর একটি চৌকুশ টিম গ্রেফতার করে। পিবিআই হবিগঞ্জের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার জনাব মিয়া কুতুবুর রহমান চৌধুরী’র নেতৃত্বে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ শহর এলাকা হতে গ্রেফতার করা হয়। গতকাল গ্রেফতারকৃত সোহাগ আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। স্বীকারোক্তিতে সোহাগ জানায়, মুক্তিপণ আদায়ের লক্ষে ঘটনার তারিখ রাত্র অনুমান সাড়ে ৯টার দিকে একটি মাইক্রোবাস যোগে গৌরাঙ্গকে অপহরণ করে হাত ও মুখমন্ডল স্কচটেপ দিয়ে পেছিয়ে আখাউড়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। স্কচটেপ দিয়ে পেচানোর কারণে গৌরাঙ্গ মৃত্যু বরণ করে। পরে গৌরাঙ্গের লাশ চুনারুঘাট বাজার সংলগ্ন খোয়াই নদীর ষ্টিলের ব্রিজ থেকে নদীতে ফেলে দেয় হয়। সোহাগের দেয়া তথ্য অনুযায়ী তাহার সহযোগী হত্যাকারীদের গ্রেফতারের লক্ষে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আসামীর নিকট হইতে হত্যাকান্ডের সাথে সম্পৃক্ত মোবাইল ফোন ও সিম উদ্ধার করা হয়েছে। এদিকে গতকাল সোহাগকে আদালতে হাজির করা হলে সে ১৬৪ ধারায় বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট তৌহিদুল ইসলাম এর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। উক্ত ঘটনার ভিকটিম এর ভাই রাজ গোপাল দাশ বাদী হয়ে হবিগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ পরিদর্শক মুহাম্মদ ফরিদুল ইসলাম মামলাটি তদন্ত করছেন।