Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাদক নিয়ন্ত্রণের পৃথক অভিযানে ৩ মাদকসেবীর জেল ও অর্থদন্ড

আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জ সদর উপজেলার পৃথক অভিযান চালিয়ে শহরতলীর উমেদনগর এলাকা থেকে ৩ মাদক সেবীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত মাদক সেবীদেরকে পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা ও জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হল-মাদক সেবী উমেদনগর গ্রামের তৈয়ব আলীর পুত্র মোঃ মান্না মিয়া (১৮) ও কামড়াপুর গ্রামের মোহাম্মদ আলীর পুত্র নজরুল ইসলাম (৩৩) এবং একই এলাকার মৃত ইউনুছ মিয়ার পুত্র ফরহাদ মিয়া (৪৪)। এ সময় তার কাছ থেকে মোট ২শ গ্রাম গাঁজা ও সেবনের সরঞ্জামাধীসহ উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক মোঃ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে মান্না মিয়া ও নজরুল মিয়াকে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগান চাকমার আদালতে হাজির করানো হলে মান্নাকে গাঁজা সেবনের অপরাধে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং নজরুল মিয়াকে ১৫শ টাকা অর্থ দন্ড প্রদান করেন। অপর দিকে পরে আটক করে ফরহাদকে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোস্তফা মুন্নার আদালতে হাজির করলে তিনি গাঁজা সেবনের অপরাধে অভিযুক্ত করে ফরহাদ মিয়াকে ১৫ শ টাকা অর্থদন্ড প্রদান করেন।
এ ব্যাপারে মোঃ সিদ্দিকুর রহমান জানান, সারা দেশে ন্যায় হবিগঞ্জ জেলাকে ও মাদক মুক্ত করতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি আপনাদের সহযোগিতা কামনা করছি।