Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে বজ্রপাতের আগুনে দুইটি গরু পুড়ে ছাই ॥ আগুন নেভাতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

স্টাফ রিপোর্টার, চুনারুঘাট থেকে ॥ বজ্রপাতের আঘাতে সৃষ্ট আগুনে পুড়ে২টি গরু পুড়ে ছাই হয়েছে। এ সময় আগুন নেভাতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত প্রায় ২ টার দিকে গাজীপুর ইউনিয়নের বিলপাড় গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এলাকাবাসী জানান, শনিবার রাত প্রায় ২ টার সময় প্রচন্ড বেগে ঝড় তুফান শুরু হয়। এক পর্যায়ে ওই গ্রামের মাছ ব্যবসায়ী নাসির মিয়ার ঘরে বজ্রপাত আঘাত হানলে আগুন লেগে যায়। আগুনে পুড়ে দুইটি গরু ছাই হয়ে যায়।
এদিকে নাসিরের আর্তচিৎকারে বসতবাড়ি এবং লোকজনসহ গরু বাছুর রক্ষা করতে পাশের ঘরের শওকত আলী (৪০)সহ আরো লোকজন ছুটে আসেন। সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করেন। এক পর্যায়ে শওকত মিয়া স্ট্রোক আক্রান্ত হন। স্থানীয়রা সাথে সাথে তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। এখানে চিকিৎিসার অবনতি ঘটলে শওকতকে নেয়া হয় সিলেট এমএ জি ওসমানি কলেজ হাসপাতালে। সেখানে গতকাল সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হয়ে মারা যান। শওকত আলী স্থানীয় বাজারে কাপড়ের ব্যবসা করতেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।