Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পুরস্কার বিতরণকালে শেখ মহিউদ্দিন আহমেদ ॥ মাদক-জুয়া থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই

স্টাফ রির্পোটার ॥ মাদক-জুয়া থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই, ক্রীড়া মানুষকে শৃংখলিত হওয়ার শিক্ষা দেয়। মানসিক বিকাশ সাধনে ক্রীড়া চর্চার বিকল্প নেই। আবার ক্রীড়া প্রতিযোগিতা মানুষের অন্যতম বিনোদনের মাধ্যম। রবিবার বিকেলে বাহুবল উপজেলার সাতকাপন মাঠে খালেদ মিয়ার আয়োজনে বাহুবল একাদশ ও চুনারুঘাট একাদশের মধ্যকার প্রীতি ফুটবল খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শেখ মহিউদ্দিন আহমেদ জাহেদ।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরুব্বি বুলবুল আহমেদ চৌধুরী, খলিলুর রহমান, ছুরুক মিয়া তালুকদার, ইউপি সদস্য এলাইছ মিয়া, কামাল মিয়া প্রমুখ। বাহুবল একাদশ ও চুনারুঘাট একাদশের মধ্যে মধ্যকার খেলার ৯০ মিনিটে উভয় পক্ষ একাধিক সুযোগ পেয়েও গোল দিতে পারেনি। পরে খেলা গড়ায় ট্রাইবেকারে। এতে ২ গোল বেশি করে জয় পায় বাহুবল একাদশ। পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শেখ মহিউদ্দিন আহমেদ জাহেদের হাত থেকে বিজয়ী দলের অধিনায়ক ১ম পুরষ্কার হিসেবে একটি ট্রফি, জার্সি ও মেডেল গ্রহণ করেন।