Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে সনদ বিতরণ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে প্রযুক্তির বিকাশ দ্রুত প্রান্তিক অঞ্চলে ছড়িয়ে দিতে নিরলস ভাবে কাজ করছে। প্রযুক্তির ব্যবহার বাড়াতে কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার কার্যক্রমকে বেগবান করার জন্য দেশের সকল প্রযুক্তি ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে অবশ্যই আন্তরিক হতে হবে। শুক্রবার বিকেলে যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র নবীগঞ্জ শাখা কর্তৃক আয়োজিত ওহী কমিউনিকেশন পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণের চূড়ান্ত পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা ও হবিগঞ্জ-১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী দেওয়ান শাহ নেওয়াজ মিলাদ গাজী। ওহী কমিউনিকেশন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক দেওয়ান ওহী গাজীর সভাপতিত্বে ও বুরহান গাজী এবং জুবায়ের আহমদের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শিরিন আক্তার, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, দেবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদ জাবেদ, দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুহিত চৌধুরী, গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তফাজ্জুল হক, যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সিলেট বিভাগীয় প্রধান মকলিছুর রহমান। এতে উপস্থিত ছিলেন প্রভাষক মোশারফ মিঠু, শিক্ষক আবুল কাসেম (বিএসসি), আব্দুল মান্নান, সাংবাদিক মুজিবুর রহমান, ছনি চৌধুরী, শামীম আহমেদ, রুহেল আহমেদ, জিয়াউর রহমান। সভাপতির বক্তব্যে ওহী কমিউনিকেশন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক দেওয়ান ওহী গাজী বলেন, শিক্ষার্থীরা যত বেশি কম্পিউটার শিখবে দেশ ততবেশি সমৃদ্ধ হবে। দেশকে এগিয়ে নিয়ে যেতে কম্পিউটার শিখার বিকল্প নেই।