কিবরিয়া চৌধুরী/মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে কনে দেখতে গিয়ে বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের কালাইনজুড়া গ্রামের দুই ভাই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ-সৈয়দপুর সড়কের বিবিয়ানা নর্থ প্যাডের নিকটে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হল কালাইনজুড়া গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে দুবাই প্রবাসী রংঙ্গু মিয়া (২৮) ও নবীগঞ্জের তাহিরপুর মাদ্রাসার আলীম পরীক্ষার্থী আবিদুর রহমান লিংকন (২০)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে-দুবাই প্রবাসী রংঙ্গু মিয়া সম্প্রতি দেশে আসেন বিয়ে করার জন্য। গতকাল মঙ্গলবার তার ছোট ভাই তাহিরপুর মাদ্রাসার আলীম পরীক্ষার্থী ছাত্র আবিদুর রহমান লিংকনকে সাথে নিয়ে মোটর সাইকেলযোগে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের জামারগাও গ্রামে কনে দেখার উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে বিবিয়ানা গ্যাস ফিল্ডের নর্থ প্যাডের নিকটে পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে মোটরসাইকেলসহ তারা রাস্তার নিচে পড়ে গাছের সাথে সজোড়ে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ছোট ভাই লিংকন মারা যায়। এ সময় মোটরসাইকেল চালনো অবস্থায় চালক মোবাইলে আলাপ করছিলেন বলে প্রত্যক্ষদর্শী জানান। পরে রংঙ্গু মিয়াকে স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে পথিমধ্যে তার মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে।