Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান আটটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার শাহজীবাজার ও ছাতিয়ান বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে আটটি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নকল ও ভেজাল ডিটারজেন্ট বিক্রির অপরাধে শাহজী বাজারের রুহুল স্টোরকে ১ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনার জন্য শেখ আসকির মিয়া রেস্টুরেন্টকে ২ হাজার টাকা এবং কিসমত হোটেলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একইদিনে উপজেলার ছাতিয়ান বাজারে অস্বাস্থ্যকর পরিবেশ ও মিষ্টির প্যাকেটে ওজনে কারচুপির দায়ে জয় বাবা মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার, জয় গুরু মিষ্টান্ন ভান্ডারকে ৪ হাজার, আল মদিনা মিষ্টান্ন ভান্ডারকে ১ হাজার, মেয়াদবিহীন পণ্য বিক্রির দায়ে অজয় পাল স্টোরকে ১ হাজার এবং অবৈধ পণ্য বিক্রির অপরাধে শ্রী রায় কৃষ্ণ স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৩০টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম। অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।