Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে খেলাফত মজলিসের কর্মী সম্মেলনে বক্তারা দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আওয়ামী সরকারকে ক্ষমতা থেকে হঠাতে হবে

সআফ রিপোর্টার ॥ এক সময়ের তুখোড় ছাত্রনেতা, বিশিষ্ট অর্থনীতিবিদ, খেলাফত মজলিসের মহাসচিব ও ১৮ দলীয়  জোটের অন্যতম কেন্দ্রীয় নেতা ড. আহমদ আবদুল কাদের বলেছেন, “ঈমান-আক্বিদা ও দেশ-জাতির বৃহত্তর স্বার্থে আওয়ামী জালিম সরকারকে ক্ষমতার মসনদ থেকে হঠাতে হবে। এ সরকার ইসলাম বিদ্বেষী সরকার। এরা দেশের মানুষের অধিকার পূরণ করা তো দূরের কথা, হরণ করেছে মৌলিক অধিকার”। তিনি গতকাল রবিবার বিকেলে চুনারুঘাট উপজেলা হলরুমে খেলাফত মজলিস আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা সভাপতি মাওলানা মুখলিছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম ওয়াজেদের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে তিনি আরও বলেন, আগামী নির্বাচনে দেশ প্রেমিক সরকার প্রতিষ্ঠা করে সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পূনরায় স্থাপন করতে হবে। পাশাপাশি ৫ মে শাপলা চত্বরে সরকারি বুলেটে নিহত শহীদদের রক্তের বদলা ব্যালটের মাধ্যমে নিতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুনতাসির আলী। তিনি তার বক্তব্যে বলেন, “খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের সর্বস্থরের মানুষকে মজলিসের পতাকাতলে নিয়ে আসতে হবে। মানুষ বর্তমানে যে ৩য় শক্তি খুঁজছে তা খেলাফত মজলিসের মাধ্যমেই পূরণ করতে হবে। কারণ খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যেই  মানুষের সামগ্রিক কল্যাণ নিহিত”। কর্মী সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সভাপতি মাওলানা আবদুল বাছিত আজাদ, সহ-সভাপতি মাওলানা হোছাইন আহমদ নূরী, জেলা সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আবদুল করিম, মৌলভী বাজার জেলা সেক্রেটারী ও রাজনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বেলাল, হবিগঞ্জ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা নিয়াজুর রহমান নিজাম, চৌধুরী এন জামান, এডভোকেট ছারওয়ার রহমান চৌধুরী শামীম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ূম জাকি, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক নওরুজুুল ইসলাম চৌধুরী, চুনারুঘাট বিএনপি‘র সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, মাওলানা মুখলিছুুর রহমান মোস্তফা, এহতেশামুল হক শামীম, ছাত্র মজলিস জেলা সভাপতি শিব্বির আহমদ, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান কিবরিয়া, মাওলানা শফিকুর রহমান, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা নোমান আহমদ, মাওলানা মিজানুর রহমান চৌধুরী, মাওলানা বদরুল আলম,  মাওলানা তাজুল ইসলামসহ উপজেলার ১০টি ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারী। সভা শেষে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা শাহ আব্দুল কাদির পীরেরগাঁওয়ী।