Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শচীন্দ্র কলেজে জাতীয় শোক দিবস পালন

প্রেস বিজ্ঞপ্তি ॥ শচীন্দ্র কলেজে ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বুধবার সকালে এ উপলক্ষে কলেজ ছাত্র মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ এস কে ফরাস উদ্দিন আহমেদ শরীফীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রভাষক রাফিউল হক পাঠান এবং গীতা পাঠ করেন প্রভাষক মানিক ভট্টাচার্য। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়। শোক দিবসের আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক প্রামোদ সাহাজী। সভা সঞ্চালনা করেন সমাজ বিজ্ঞানের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান প্রভাষক প্রসূন আচার্য পল্লব। বঙ্গবন্ধুর বর্ণীল জীবন নিয়ে সভায় বক্তব্য রাখেন সুবিদপুর ইউনিয়নের প্রাক্তণ চেয়ারম্যান ও কলেজ গভর্ণিং বডির সদস্য মোঃ সজিব আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক তরীকুল ইসলাম হারুন, সহকারী অধ্যাপক প্রবীন্দ্র সমাজপতি। বক্তব্য রাখেন-প্রভাষক গৌতম সরকার, প্রভাষক দেওয়ান রাফিউল হক খান পাঠান, প্রভাষক রঞ্জু পাল, প্রভাষক সঞ্জয় কুমার দাশ, শরীর চর্চা শিক্ষক রনজিত দাশ প্রমুখ। এছাড়া কলেজ শিক্ষার্থীদের মধ্যে আলোচনা সভায় বঙ্গবন্ধু সম্পর্কে বক্তব্য দেন-একাদশ শ্রেণীর শিক্ষার্থী পপি আক্তার, দ্বাদশ শ্রেণীর সাইফুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, আরিফুল ইসলাম, ফরাস উদ্দিন, আনিসুর রহমান এবং রিফা আক্তার