Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জাতিকে বিপদগামী করতেই এদেশের কুচক্রী মহল বঙ্গবন্ধুকে হত্যা করে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সদ্য স্বাধীন হওয়া জাতিকে বিপদগামী করতেই এদেশের একটি কু-চক্রী মহল বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে স্ব-পরিবারে হত্যা করেছে বলে মন্তব্য করেন ইমাম আহমদ রেযা সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার আলহাজ্ব মাওঃ নাসির উদ্দিন। তিনি বলেন, ১৯৭৫ সালে আজকের এ দিনে এ নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল তৎকালীন সেনাবাহিনীর উচ্ছংখল ও বিপদগামী একটি গুষ্ঠি। তাদের হিংস্র থাবা থেকে রক্ষা পায়নি দশ বছরের শিশু শেখ রাসেলও। যার ফলে দেশ ও জাতি হারিয়েছিল তাদের একজন সঠিক অবিভাবককে। তাই এসব বিপদগামী ও উচ্ছৃংখল সেনাবাহিনীর হীন চরিত্র নতুন প্রজন্মের নিকট তুলে ধরা এখন সময়ের দাবি। গতকাল বুধবার সকাল ১০টায় মাদ্রাসা মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। মাদ্রারাসা সুপার মাওঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক সাইফুর রহমান সুমনের উপস্থাপনায় অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন, মাওঃ জহির রেযা আত্তারী, মিজানুর রহমান চৌধুরী, আমিনুল ইসলাম খাঁন মামুন, জান্নাতুল ফেরদাউস, সুজিনা আক্তার, মাহমুদা খাতুন, নাসরিন খাঁনম, লাকি আক্তার, মাহবুবা আক্তার, শাহিনা আক্তার, সাদিকুর রহমান ও জয়নাল আবেদিন রিপন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দশম শ্রেণির শিক্ষার্থী নোমান আহমদ ও হাজেরা খাতুন, অষ্টম শ্রেণির শিক্ষার্থী তোফাজ্জল হোসেন ও লাইজু আক্তার, সপ্তম শ্রেণির শিক্ষার্থী শিবলু রহমান ও সাজিদা আক্তার এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী হুসনা আক্তার প্রমুখ।