Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা প্রশাসকের সাথে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের ভিডিও কনফারেন্স

নবীগঞ্জ প্রতিনিধি ॥ জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও সুশীল সমাজের সাথে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানীর পশুর বর্জ এবং সার্বিক আইন শৃংখলা বিষয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে উক্ত ভিডিও কনফারেন্সে অংশ গ্রহন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান, সহকারী কমিশনার (ভুমি) আতাউল গণি ওসমানী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, চেয়ারম্যান জাবিদ আলী, পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালামসহ উপজেলার সকল বিভাগের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়নের সচিববৃন্দ অংশ গ্রহন করেন। ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, আসন্ন ঈদুল আজহার দিনে কোরবানীর পশুর বর্জ যত্রতত্রস্থানে যাতে ফেলা না হয়, পবিত্র ঈদের জামাত, যানজটসহ সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সে ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। এক পর্যায়ে নবীগঞ্জ শহরের যানজটেরও খোজ খবর নেন তিনি।