Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

৫৫ বিজিবির মাদক বিরোধী সভা বিপুল পরিমাণ মাদক দ্রব্য ধ্বংস

মাধবপুর প্রতিনিধি ॥ ৫৫ বিজিবি শ্রীমঙ্গলের উদ্যোগে মাদক বিরোধী জনসচেতনতা সভা ও হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকা থেকে আটক বিপুল পরিমাণ মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে। যার জব্দকৃত মূল্য প্রায় ৩ কোটি ৩৬ লাখ টাকা। এ উপলক্ষ্যে সোমবার সকালে শ্রীমঙ্গল পৌরসভা অডিটরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল জাহিদ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ৫৫ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল এম জাহিদুর রশিদ, ৪৬ বিজিবি ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এবিএম খালিদ হায়দার, মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসন মীর মাহবুবুর রহমান, শ্রীমঙ্গল কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান আশিক, মাদক দ্রব্য কর্মকর্তা সুবোধ কুমার দেব। বিজিবি প্রেস বিজ্ঞতিতে জানান, ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ান ২০১৭ সালের ২৫ মে থেকে ২০১৮ সালের ৩০শে জুন পর্যন্ত মৌলভীবাজার জেলার সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে ৮৮টি মাদক বিরোধী অভিযানে ৫টি মামলা ও ৭জন মাদক পাচারকারীকে গ্রেফতার করে। ৫৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ান ২০১৭ সালের ১ জানুয়ারী থেকে ২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত হবিগঞ্জ-মৌলভীবাজার সীমান্তে ৪৭১টি মাদক বিরোধী অভিযান হয়। এতে ২৭টি মামলা ও ২৮ জন পাচারকারী গ্রেফতার হয়। ৫৫ বিজিবি এসব অভিযানে ১২ হাজার ৫শ ৯৫ বোতল মদ, ২ হাজার ৮শত ৯২ বোতল ফেনসিডিল, ২ হাজার ৬শ ১৭ কেজি গাঁজা, ২শ ৯২ লিটার বাংলা মদ, ৩৩০ বোতল বিয়ার, ৪৪ বোতল কোরেক্স সিরাপ, ১ হাজার ১শ ১৫ পিছ ইয়াবা, ১ হাজার ৬৪ পিছ বিভিন্ন প্রকার টেবলেট জব্দ করে। যার সিজার মূল্য ২ কোটি ৯৭ লাখ ৭৯ হাজার ৯শ টাকা। ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ান ২ হাজার ১শ ৩১ বোতল মদ, ৩শ ১১ বোতল ফেনসিডিল, ১ হাজার ৮ শত ২৫ কেজি গাঁজা, ৪০ লিটার বাংলা মদ, ৩শ ৯৯ বোতল কোরেক্স সিরাপ সহ ৩৮ লাখ ৫২ হাজার টাকার মাদক দ্রব্য জব্দ করা হয়।