Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আইন-শৃঙ্খলা কমিটির সভায় এমপি আবু জাহির ॥ দায়িত্বহীনতার কারণে যাতে উন্নয়ন বিঘিœত না হয় সেদিকে সতর্ক থাকুন

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন- শেখ হাসিনা মেডিকেল কলেজ, আধুনিক স্টেডিয়াম নির্মাণসহ ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে হবিগঞ্জে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা হবিগঞ্জকে একটি আলোকিত জেলায় রূপান্তরিত করেছি। এই সকল উন্নয়ন কাজ বিঘিœত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে কুচক্রী মহল। তাদের ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, দিনরাত পরিশ্রম করে পিছিয়ে থাকা হবিগঞ্জ জেলাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। তবে সামান্য দায়িত্বহীনতার কারণে যাতে উন্নয়ন কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সে ব্যাপারে সকল কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহবান জানান তিনি।
গতকাল রবিবার সকালে হবিগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তৃতায় তিনি এ আহবান জানান। এমপি আবু জাহির আরো বলেন, সরকার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমাদের পরবর্তী প্রজন্মকে রক্ষায় হবিগঞ্জেও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে থেকে প্রশাসনকে কাজ করতে হবে। আসন্ন পবিত্র ঈদুল আযহায় যাতে দুস্কৃতিকারীরা সুযোগ নিতে না পারে সে ব্যাপারে প্রশাসনকে আরো আন্তরিক থাকতে হবে।
এমপি আবু জাহির আরো বলেন, নির্বাচন আসলেই একটি মহল নানা গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে। অতীতেও তারা নানা গুজব ছড়িয়ে দেশে অপরাজকতা সৃষ্টি করার চেষ্টা চালায়। কিন্তু সরকার অত্যন্ত সতর্কতার সাথে দেশের জনগণের জানমাল রক্ষা করেছে। ভবিষ্যতেও যাতে ওই দুস্কৃতিকারীরা সুযোগ নিতে না পারে সে ব্যাপারে সকলকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন এমপি আবু জাহির।
জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়ার পরিচালনায় সভায় পুলিশ সুপার বিধান ত্রিপুরা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ সফিউল আলম, সিভিল সার্জন ডাঃ সুচিন্ত চৌধুরী, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আরমগীর চৌধুরীসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।