Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পুলিশ সপ্তাহকে সামনে রেখে কঠোর অবস্থানে বানিয়াচং পুলিশ

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ পুলিশ সপ্তাহকে সামনে রেখে সারা দেশের ন্যায় কঠোর অবস্থানে রয়েছে বানিয়াচং থানা পুলিশ। অবৈধ, লাইসেন্সবিহীন এবং ফিটনেস নেই এমন গাড়ী দেখা মাত্রই আটক করে মামলা দেয়া হচ্ছে। বানিয়াচং সদরের গুরুত্বপূর্ন জনবহুল রাস্তায় সকাল থেকে রাত পর্যন্ত পুলিশের এ অভিযান চলছে। অবৈধ গাড়ী ছাড়াতে কেউ তদবির করলে তার বিরুদ্ধেও আইনী ব্যবস্থা নেয়ার কড়া হুশিয়ারী দিয়েছেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক। তিনি সম্মানিত যাত্রীগণকে অবৈধ, লাইসেন্সবিহীন গাড়ীতে চলাচল না করার জন্য অনুরোধ জানিয়েছেন।
এদিকে পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ দিনে পুলিশের বিশেষ অভিযানে বানিয়াচং থানায় ১শ ২২টি পরিবহনের উপর মামলা দেয়া হয়েছে। ড্রাইভিং লাইসেন্স, গাড়ীর কাগজ এবং গাড়ীর ফিটনেস না থাকায় এসব যানবাহনের উপর মামলা দেয়া হয়। মামলা দেয়া গাড়ীর মধ্যে রয়েছে মোটর সাইকেল ৫৯টি, পিকআপ ৯টি, মাইক্রোবাস ৫টি, ট্রাক ৫টি, সিএনজি ৪৩টি এবং টমটম ১টি। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দূর্ঘটনা এবং অপরাধ রোধে রাস্তায় অবৈধ, ফিটনেসবিহীন গাড়ী কোন অবস্থাতেই চলতে দেয়া হবে না। তিনি বানিয়াচং-হবিগঞ্জ রোডে কাগজপত্র ঠিক না করে রাস্তায় গাড়ী নিয়ে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন। অবৈধ গাড়ী দেখা মাত্রই পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।