Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জে ১০ কোটি টাকা ব্যয়ে ১১ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এডঃ মোঃ এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ ৯ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে শায়েস্তাগঞ্জে ১১ উন্নয়ন কাজের উদ্বোধন এবং ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির।
শায়েস্তাগঞ্জ পৌরসভার বাস্তবায়নে ১১টি প্রকল্পের মধ্যে ৭ কোটি টাকা ব্যয়ে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার নূরে মদিনা মাদরাসার সামন থেকে নতুন ব্রীজ গোলচত্ত্বর পর্যন্ত রাস্তা, ২ কোটি টাকা ব্যয়ে পুরান বাজার, দাউদনগর বাজার এবং আলীগঞ্জ বাজার কিচেন মার্কেট ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এছাড়া ৭৮ লাখ টাকা ব্যয়ে রাস্তা এবং ধর্মীয় প্রতিষ্ঠানসহ আরো ৭টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য।
১১টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে শায়েস্তাগঞ্জ পৌরসভায় এক সমাবেশের আয়োজন করা হয়। শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদউজ্জামান মাসুক, সহ-সভাপতি হাজী শফিকুর রহমান, রাহেল মিয়া সরদার, মো গফুর মিয়া, শংকর রায়, আব্দুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সিতার আহমেদ, খায়রুল আলম, মাসুদুর রহমান বাবু, কামরুজ্জামান আল রিয়াদ, সাংগঠনিক সম্পাদক জামাল আহমেদ দুলাল, মোঃ তাহির মিয়া, মোশারফ হোসেন শাহেদ, পৌর যুবলীগের সভাপতি মো আব্দুল মুকিত, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক ইয়াসিন রহমান স্বপন, যুগ্ম আহবায়ক শাহেদুল ইসলাম শাহেদ, শ্রমিকলীগের সভাপতি সালাউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফখরুল হামিদ, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম পুলক, পৌর ছাত্রলীগের আহ্বায়ক মাসুক আহমেদ, নাজমুল হুদা তৌহিদ, সাবাজ আহমেদ, কলেজ ছাত্রলীগের সভাপতি জয়নাল সরদার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ, আরএস সুমন, নুরুল হক লিটন প্রমুখ। সুধী সমাবেশে স্থানীয় ২ সহশ্রাধিক লোকজন উপস্থিত ছিলেন। এ সময় এমপি আবু জাহির বিগত সাড়ে ৯ বছরে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে বক্তৃতা করেন। পরে উপস্থিত জনতা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও এমপি আবু জাহিরকে নির্বাচিত করতে হাত তুলে সমর্থন জানান।