Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে ছিনতাইয়ের ঘটনা বাড়ছেই

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে সন্ধ্যা নামলেই দেখা দেয় ছিনতাই আতঙ্ক। রাতের ফাঁকা রাস্তায় মোটরসাইকেল, রিকশা আরোহী কিংবা পথচারীদের দামি মোবাইলসহ মালামালের ব্যাগ ছোঁ মেরে নিয়ে পালিয়ে যাচ্ছে ছিনতাইকারীরা। বানিয়াচং সদরের গুরুত্বপুর্ণ রাস্তা থেকে শুরু করে ভুতুলে গলি সবখানেরই দাপট ছিনতাইকারীদের। এমনকি বাড়ির সামনের রাস্তায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাই করছে উঠতি বয়সী বখাটে ছিনতাইকারীরা। সম্প্রতি বানিয়াচংয়ে পৃথক স্থানে ৩টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
গত বুধবার বানিয়াচং সদরের গরীব হোসেন মহল্লার চনু মিয়ার ছেলে সাদি আহমেদ ছিনতাইকারীদের কবলে পড়েন। এ বিষয়ে সাদি জানায়, রাত ৯টার দিকে গরীব হোসেন মহল্লার পাকা রাস্তার পাশে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলাম। এসময় অকস্মাৎ একটি মোটরসাইকেলে করে তিনজন মুখোঁশ পড়া লোক এসে আমার সামনে সাইকেল থামায়। এ সময় ধাঁরালো অস্ত্র দেখিয়ে আমার হাতে থাকা একটি দামি স্যামসাং মোবাইলফোন কেড়ে নিয়ে চলে যায়। মুখোঁশ থাকায় কাউকে চিনতে পারিনি। পরে আমার চিৎকার শুনে আশেপাশের মানুষ দৌঁড়ে আসে। এরই মধ্যে তারা মোটরসাইকেলের বেশি গতি বাড়িয়ে ওই রাস্তা ত্যাগ করে অন্য রাস্তা দিয়ে চলে যায়। এদিকে সম্প্রতি ইনাতখানি মহল্লার রাস্তায় রাত ৮টার দিকে ঠিক একইভাবে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ধারালো অস্ত্র ঠেকিয়ে এক যুবকের কাছ থেকে নগদ টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এর কিছুদিন পূর্বে একই রাস্তায় দিনে-দুপুরে দেশমূখ্যপাড়ার ঝরনা আক্তার নামে এক মহিলার ব্যাগ ছোঁ মেরে নেয় ছিনতাইকারীরা। ঝরনার ব্যাগে ৫০ হাজার টাকা ছিল। তিনি ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলেন। বিষয়টি থানা পুলিশকেও জানিয়েছিলেন।
বানিয়াচং প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল জানান, আইনের কঠোর প্রয়োগ ও আইনশৃংখলা বাহিনীর সক্রিয় ভুমিকা ছাড়া ছিনতাইকারীদের দৌরাতœ্য বন্ধ করা সম্ভব হবেনা। ছিনতাইয়ের লাগাম টানতে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার জরুরী। পাশাপাশি অপরাধীদের শাস্তির ব্যাপারটি নিশ্চিত করতে হবে।
ওসি মোজাম্মেল হকের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ছিনতাইয়ের ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেননি। তবে লোকাল ইউপি সদস্যকে সঙ্গে নিয়ে এসে অভিযোগ করলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
রাত ৯টায় এ রিপোর্ট লেখার সময় ২ নম্বর উত্তর-পশ্চিম ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ ছাদিক মিয়া জানান, ছিনতাইয়ের শিকার সাদি আহমদকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে ঘটনাটি অবহিত করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন বলে ওসি মোজাম্মেল হক তাদের আশ্বস্থ করেছেন।