Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে স্মার্ট কার্ড বিতরণকালে নির্বাচন কমিশনের ল্যাপটপ চুরি

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে জগদীশপুর ইউনিয়নে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ করতে গিয়ে নির্বাচন কমিশনের একটি ল্যাপটপ চুরি হয়েছে। এ ঘটনায় কমিশনের লোকজন মাধবপুর থানায় একটি জিডি করেছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোমবার রাতে গ্রামবাসীদের সহযোগিতায় জগদীশপুর ইউনিয়নের গ্রাম পুলিশ সন্তোষপুর গ্রামের করম আলীর ছেলে আলাই মিয়া (২০) এবং জয়নাল মিয়ার ছেলে আলআমিন (১৮)কে মাধবপুর থানায় সোপর্দ করেছে। জগদীশপুর ইউনিয়ন পরিষদ গ্রাম পুলিশ দফাদার নিখিল সরকার জানান, জগদীশপুর ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণের সময় কমিশনের লোকজনের চোখ ফাঁকি দিয়ে একটি ল্যাপটপ কে বা কারা চুরি করে নেয়। পরে ল্যাপটপ চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউপি সদস্য মালেকা আজিজকে নিয়ে গ্রামবাসীর সহযোগিতায় উল্লেখিত ২ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। মাধবপুর উপজেলা নির্বাচন কমিশনার মনিরুজ্জামান জানান, চুরির ঘটনায় মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছি। ভীড়ের মধ্যে স্মার্ট কার্ড বিতরণের সময় ল্যাপটপটি জগদীশপুর ইউনিয়ন পরিষদের একটি কক্ষ থেকে চুরি হয়ে যায়। মাধবপুর থানার পুলিশ পরিদর্শক এসআই আব্দুস সাত্তার জানান, গ্রামপুলিশ উল্লেখিত ২ যুবককে আটক করে পুলিশকে খবর দিলে সন্তোষপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। তাদের একজন মানসিক ভারসাম্যহীন ছিল। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জড়িত থাকার কোন আলামত না পাওয়া যাওয়ায় স্থানীয় লোকজনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।