Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে সরকারী জায়গা দখলমুক্ত করে রাস্তা তৈরি

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে অবৈধ দখলে থাকা সরকারী জায়গা উদ্ধার করে রাস্তা তৈরির উদ্যোগ নিয়েছে মাধবপুর পৌর কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ অবৈধ উচ্ছেদ অভিযান কার্যক্রম চলে। দখলমুক্ত জায়গায় রাস্তা তৈরি হলে মাধবপুরে বাজারের ব্যবসায়ী ও পথচারীদের দুর্ভোগ কমবে বহুলাংশে। দীর্ঘদিন ধরে এটি প্রভাবশালী চক্র মাধবপুর বাজারের ভেতর খালের পাড়ে সরকারি সম্পত্তি দখল করে বিভিন্ন দোকানপাটসহ পাকা ইমারত নির্মাণ করে। সম্প্রতি জেলা প্রশাসক কার্যালয়ে মাধবপুরে সরকারি জমি উদ্ধারের জন্য অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। এর সত্যতা নিশ্চিত করে সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, সড়ক ও জনপথের বহু জায়গা দখল করে পাকা ইমারত নির্মাণ করে ব্যবসা করে আসছিল একটি অবৈধ দখলবাজচক্র। নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিগান চাকমার উপস্থিতিতে সড়ক ও জনপথের জায়গায় নির্মিত সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান জানান, সড়ক ও জনপথের অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি মাধবপুর বাজারের ভেতর খালের পাড় দখল হয়ে যাওয়া সরকারি সম্পত্তি দখলমুক্ত করা হয়েছে। মাধবপুর বাজারে যানজট কমাতে খালের পাড়ের দখলমুক্ত জায়গায় সর্বসাধারণের চলাচলের জন্য রাস্তা তৈরির উদ্যোগ নিয়েছে মাধবপুর পৌর কর্তৃপক্ষ।