Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের সঈদপুরের নাম পরিবর্তনের পাঁয়তারা ॥ প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার ॥ এলাকায় আধিপত্য বিস্তার ও পারিবারিক মর্যাদা বৃদ্ধির জন্য নবীগঞ্জের ‘সঈদপুর বাজার’- এর নাম পরিবর্তন করে ‘সৈয়দপুর বাজার’ নামকরনের হীন পাঁয়তারা করছে স্থানীয় একটি চক্র। এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী। গতকাল সোমবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে ১৫ গ্রামবাসীর আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সঈদপুর বাজারের ব্যবসায়ী সমুজ আহমেদ। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, স্থানীয়দের ধারনা আনুমানিক ৫শ বছর পূর্বে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে সঈদপুর বাজারটি প্রতিষ্ঠিত হয়। সম্প্রতি এলাকার কতিপয় কুচক্রীমহল ঐতিহ্যবাহী এ বাজারের নাম পরিবর্তন করে তাদের পারিবারিক নাম ‘সৈয়দপুর’ হিসেবে ব্যবহারের পাঁয়তারা করছে। এ মহলটি ‘সঈদপুর’ লেখা বিভিন্ন সাইনবোর্ড বাদ দিয়ে নতুন সাইনবোর্ড স্থাপনের চেষ্টা করছে। অথচ এলাকার প্রাচীন রেকর্ডপত্রে এখনও ‘সঈদপুর’ নাম বিদ্যমান রয়েছে। শুধু তাই নয়, ইউনিয়ন পরিষদের বিভিন্ন কাগজপত্র, সঈদপুর বাজার ফাযিল মাদ্রাসাহ বিভিন্ন প্রতিষ্ঠানে এখনও আদি নাম ‘সঈদপুর’ ব্যবহার হয়ে আসছে। সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করে বলা হয়, সৈয়দ সঞ্জব আলীর চাচাত ভাইসহ তাদের দলের লোকজন নিজেদের স্ব-ঘোষিত পারিবারিক উপাধি ‘সৈয়দ’ নামটি বাজারের সাথে যুক্ত করে এলাকায় আধিপত্য বিস্তারের জন্য এ হীন পাঁয়তারা করছে। ওই পরিবারটি এলাকার আদি বাসিন্দা নয়। জনশ্র“তি রয়েছে, মাত্র দেড় শত বছর পূর্বে ওই পরিবারটি এখানে ঘর জামাই হিসেবে এসে বসতি স্থাপন করে। অথচ সঈদপুর বাজারটি প্রায় ৫শ বছর পূর্বে প্রতিষ্ঠিত। সরকারি বিভিন্ন আদি রেকর্ডপত্রে যার প্রমান এখনও বিদ্যমান রয়েছে। এ ব্যাপারে স্থানীয় গ্রামবাসী গত ৫ এপ্রিল জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করে ওই হীন পাঁয়তারা বন্ধের আবেদন জানান। জেলা প্রশাসক নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে সরেজমিন তদন্ত করে জরুরী ব্যবস্থা গ্রহণের জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।