Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ২ মাদক সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নে ও করগাঁও ইউনিয়নে দুই মাদক সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ৩ মাস ও একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আতাউল গণি ওসমানী এ দণ্ডাদেশ দেন। জানা যায়, দুপুর ১টার দিকে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান গেইট এলাকায় তোফাজ্জল হোসেন (৪০) নামে এক মাদক সেবনকারী গাজা সেবন করছিল। এ সময় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদলতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তোফাজ্জল দক্ষিণ সুনামগঞ্জের দুর্গাপাশা ইউনিয়নের পাইকাপন গ্রামের মৃত আরব উল্লাহর পুত্র।
এদিকে দুপুর দেড়টার দিকে করগাঁও ইউনিয়নের টুকের বাজারে নিজ দোকানঘরে মাদক সেবনকালে ফজলুল হক (৪০) নামে একজনকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সে করগাঁও ইউনিয়নের বড় শাখোয়া গ্রামের আব্দুল মান্নানের পুত্র।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আতাউল গণি ওসমানী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক বিক্রেতা বা সেবনকারী কাউকেই ছাড় দেয়া হবেনা। অভিযান অব্যাহত রয়েছে।