Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে মেম্বারের বিরুদ্ধে কবরস্থান উন্নয়নে বরাদ্দকৃত চাল আত্মসাতের অভিযোগ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ সদর ইউনিয়নের দত্তগ্রামের ইউপি মেম্বার আবুল কাশেম চৌধুরীর বিরুদ্ধে কবরস্থানের মাটি ভরাট উন্নয়ন কাজের বরাদ্দের ১০ মে.টন চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। যার বাজার মূল্য ৩ লাখ ৭০ হাজার টাকা। এ ব্যাপারে দত্তগ্রামের মোঃ হারুনুর রশীদ গত ৬ আগষ্ট হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রিট আদালতে মামলা দায়ের করেছেন। বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ প্রদান করেন। অভিযোগে প্রকাশ, কাবিখা কার্যক্রমের ২০১৭-২০১৮ সনের বিশেষ বরাদ্দ হিসেবে ১০ মে.টন চাল দত্তগ্রাম কবর স্থানের মাটি ভরাট এর জন্য বরাদ্দ হয়। অভিযুক্ত ইউপি মেম্বার আবুল কাশেম চৌধুরী উদ্যোগী হয়ে সঠিক সময়ে কাজ করাবেন বলে গ্রামবাসীকে আশ্বস্থ করেন। পরে আবুল কাশেম চৌধুরী কাউকে অবহিত না করে একটি কমিটি গঠন করেন। তিনি ২০, ২৪, ২৭ এবং ৩০ জুন চার বারে ১০ মে.টন চাল উত্তোলন করেন। কিন্তু কোন প্রকার কাজ না করে উত্তোলিত চাল বিক্রি করে টাকা আত্মসাত করেন। গত ৫ আগষ্ট সকালে বাদী হারুনুর রশীদ, আব্দুল কাইয়ুম, রুহুল আমিন, ওসমান মিয়া, ছায়েদ আলী, সিরাজুল ইসলাম, চুনু মিয়াসহ অপরাপর স্বাক্ষীরা ইউপি মেম্বার আবুল কাশেম চৌধুরীকে কাজ কেন করা হলোনা জানতে চেয়ে চালের টাকা গ্রাম পঞ্চায়েতে জমা দিতে বললে মেম্বার কাশেম চৌধুরী চাল উত্তোলনের কথা অস্বীকার করেন।
এব্যাপারে ইউপি মেম্বার আবুল কাশেম চৌধুরীর সাথে ফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।